শুক্রবার, ০১ অগাস্ট ২০২৫, ০৬:০৭ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

‘গাজায় এক চামচ ভাতই এখন হাসির কারণ’

প্রতিনিধি: / ১২ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫

বিদেশ : ‘একটি ছোট রুটির টুকরো এখন সম্পদ, আর এক চামচ ভাত হয়ে উঠেছে হাসির কারণ’- এভাবেই গাজার বাস্তবতা তুলে ধরেছেন ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘের সংস্থা রিলিফ এন্ড ওয়ার্ক এজন্সির স্থানীয় এক কর্মী ডাহলিয়া। বৃহস্পতিবার কাতারভিত্তিক গণমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। সামাজিক যোগাযোগমাধ্যম এঙ্ ে(সাবেক টুইটার) প্রকাশিত এক বার্তায় ডাহলিয়া বলেন, ‘গাজায় ক্ষুধা এখন কেবল ছায়া নয়, এটি আমাদের নিত্যসঙ্গী। প্রতিটি সকালে আমি জেগে উঠি একই প্রশ্ন নিয়ে, আজ কি আমি এবং আমার বাচ্চাদের খাওয়াতে পারবো?’ তার সন্তানদের ক্ষুধার্ত মুখের দিকে তাকিয়ে থাকার বেদনাও তুলে ধরেন ডাহলিয়া। তিনি লিখেছেন, ‘আমার বাচ্চারা যখন খাবার চায়, তারপর যে নীরবতা নেমে আসে, তা যেকোনো বোমার শব্দের চেয়েও প্রচণ্ড।’ ফিলিস্তিনের গাজার বর্তমান পরিস্থিতি গভীর উদ্বেগজনক। আন্তর্জাতিক সমপ্রদায় ত্রাণ প্রবেশের অনুমতি দিতে ইসরাইলের ওপর চাপ সৃষ্টি করলেও, এখনো কোনো ইতিবাচক অগ্রগতি হয়নি। ত্রাণ সহায়তা পুনরায় চালু না হলে গাজার দুর্ভিক্ষ পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে, যা পুরো অঞ্চলে মানবিক বিপর্যয়ের সৃষ্টি হতে পারে।


এই বিভাগের আরো খবর