বুধবার, ১৬ জুলাই ২০২৫, ০২:৫৭ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

টানা ব্যর্থতায় সাকিব, বড় ব্যবধানে হারলো দুবাই ক্যাপিটালস

প্রতিনিধি: / ৬ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫

স্পোর্টস: গ্লোবাল সুপার লিগের দ্বিতীয় পর্বে সাকিব আল হাসানের ফর্মের খরা যেন কিছুতেই পিছু ছাড়ছে না। গতকাল সোমবার গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের বিপক্ষে ব্যাট-বল দুই ক্ষেত্রেই ব্যর্থ হয়েছেন বাংলাদেশের এই তারকা অলরাউন্ডার। তার দল দুবাই ক্যাপিটালসও হেরেছে ৫৭ রানের বড় ব্যবধানে।
টস জিতে আগে ব্যাট করতে নেমে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স ২০ ওভারে ৭ উইকেটে তোলে ১৩৮ রান। ইনিংসের বড় অবদান রাখেন মঈন আলি ও শেরফান রাদারফোর্ড। মঈন করেন ৩৮ বলে ৪০ রান, আর রাদারফোর্ড করেন ২৩ বলে ৩৩ রান। দুবাইয়ের বোলারদের মধ্যে সবচেয়ে সফল বাঁহাতি পেসার কলিম সানা। তিনি মাত্র ৩১ রান দিয়ে নেন ৪ উইকেট। একটি করে উইকেট নেন ডমিনিক ড্রেকস, কায়েস আহমেদ এবং গুলবাদিন নাইব। তবে সাকিব আল হাসান এদিন বল হাতে ৪ ওভার বোলিং করে ২১ রান দিলেও কোনো উইকেটের দেখা পাননি।
১৩৯ রানের লক্ষ্য তাড়ায় ব্যাট করতে নেমেই ধুঁকতে থাকে দুবাই ক্যাপিটালসের ইনিংস। দলীয় ৩৬ রানের মধ্যেই ৩ উইকেট হারায় তারা। এমন পরিস্থিতিতে পঞ্চম নম্বরে ব্যাট করতে নামেন সাকিব। কিন্তু তার ব্যাট থেকেও এলো না উদ্ধার ত্রাণ। মাত্র ৫ বলে ৪ রান করে মঈন আলীর বলে বোল্ড হয়ে ফিরতে হয় তাকে।
দলের হয়ে সর্বোচ্চ ২৬ রান করেন নিরোশান ডিকওয়েলা। ওপেনার সিদিকুল্লাহ আতাল ২৫ রান করেন ১৫ বলে। বাকিদের কেউই দুই অঙ্কে পৌঁছাতে পারেননি। শেষ পর্যন্ত ১৮.৪ ওভারে মাত্র ৮১ রানে গুটিয়ে যায় দুবাই। গায়ানার পক্ষে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন দক্ষিণ আফ্রিকার অভিজ্ঞ স্পিনার ইমরান তাহির, যিনি ৪ উইকেট নিয়ে দুবাইয়ের ব্যাটিং লাইনআপ গুঁড়িয়ে দেন।
এই হারের ফলে তিন ম্যাচ শেষে এক জয়ে মাত্র ২ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার চতুর্থ স্থানে নেমে গেছে দুবাই ক্যাপিটালস। তাদের নেট রান রেটও নেমেছে ঋণাত্মক -০.৯৭১-এ। পাঁচ দলের টুর্নামেন্টে তিন ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স। সমান পয়েন্ট থাকলেও রান রেটে পিছিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে রংপুর রাইডার্স, যারা দুই ম্যাচেই জয় পেয়েছে।
অথচ লিগের শুরুটা সাকিবের জন্য ছিল দুর্দান্ত। প্রথম ম্যাচে সেন্ট্রাল ডিস্ট্রিক্টসের বিপক্ষে ৩৭ বলে অপরাজিত ৫৮ রান এবং মাত্র ১৩ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচের সেরা পারফরমার হয়েছিলেন তিনি। সেই ম্যাচেই জয় পায় দুবাই। তবে এরপর থেকে যেন ছন্দ হারিয়ে ফেলেছেন এই অলরাউন্ডার। দ্বিতীয় ম্যাচে হোবার্ট হারিকেনসের বিপক্ষে ব্যাট হাতে করেছিলেন মাত্র ৭ রান, আর বল হাতে ছিলেন উইকেটশূন্য। এবারও একই পরিণতি হলো গায়ানার বিপক্ষে।
দলের এমন পারফরম্যান্সের কারণে লিগ পর্বে নিজেদের শেষ ম্যাচে দুবাইকে কঠিন পরীক্ষা দিতে হবে। সেই ম্যাচে তাদের প্রতিপক্ষ রংপুর রাইডার্স, যারা ইতোমধ্যেই চমক দেখাচ্ছে টুর্নামেন্টে।
গ্লোবাল সুপার লিগের মাঠে ব্যর্থতা পিছু ছাড়ছে না সাকিব আল হাসানের। তিনি কি পারবেন শেষ ম্যাচে নিজের পুরনো ছন্দ ফিরে পেতে-এটাই এখন দেখার বিষয়।


এই বিভাগের আরো খবর