স্পোর্টস: ক্লাব ফুটবলে নতুন প্রজন্মের সম্ভাবনাময় তারকা হিসেবে ইতিমধ্যেই ইউরোপজুড়ে আলোচনায় ছিলেন রুনি বার্দগি। মাত্র ১৯ বছর বয়সেই সেই সম্ভাবনার সীমানা পেরিয়ে এবার পৌঁছেছেন আরও বড় মঞ্চে। গতকাল সোমবার বার্সেলোনা নিশ্চিত করেছে, সুইডেনের বয়সভিত্তিক দলে খেলা এই প্রতিভাবান উইঙ্গারকে তারা চার বছরের চুক্তিতে দলে ভিড়িয়েছে। ফলে ২০২৯ সালের ৩০ জুন পর্যন্ত কাতালান জায়ান্টদের হয়ে খেলবেন কুয়েতজন্মী এই ফুটবলার।
তাঁর দলবদলের অর্থমূল্য নিয়ে বার্সেলোনা আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য জানায়নি। তবে রুনি বার্দগিকে ঘিরে উচ্ছ্বাস এবং আগ্রহের ঘাটতি নেই কাতালান সমর্থকদের মধ্যে।
২০২০ সালের গ্রীষ্মে এফসি কোপেনহেগেনে যোগ দেন বার্দগি। মাত্র দুই বছরের মধ্যেই ক্লাবটির সিনিয়র দলে জায়গা করে নেন এবং দ্রুতই হয়ে ওঠেন দলের গুরুত্বপূর্ণ অংশ। যদিও তাঁর পথচলা পুরোপুরি মসৃণ ছিল না। ক্যারিয়ারের শুরুর দিকে গুরুতর এক চোট তাঁকে প্রায় এক বছরের জন্য মাঠের বাইরে ছিটকে দেয়। তরুণ বয়সে এই চোট তাঁর উন্নতির বড় বাধা হয়ে দাঁড়ায়। তবে সেই বাধা পেরিয়ে ফিরেই নিজের প্রতিভার ঝলক দেখিয়েছেন বার্দগি।
কোপেনহেগেনের হয়ে তিনি খেলেছেন মোট ৮৪টি ম্যাচ, করেছেন ১৫টি গোল এবং সহায়তা করেছেন আরও একটি গোলে। এই সময়ে তিনি জিতেছেন তিনটি ডেনিশ লিগ শিরোপা এবং দুটি ডেনিশ কাপ। তাঁর গতি, ড্রিবলিং দক্ষতা ও গোল করার ক্ষমতা তাঁকে ইউরোপের সম্ভাবনাময় তরুণ ফুটবলারদের তালিকায় বেশ আগে থেকেই রাখছিল।
বার্সেলোনায় যোগ দেওয়ার মধ্য দিয়ে রুনি বার্দগির সামনে খুলছে আরও বড় সম্ভাবনার দুয়ার। যেখানে তাঁর জন্য অপেক্ষা করছে লা লিগা, ইউরোপীয় প্রতিযোগিতা এবং বিশ্বমঞ্চের আলো। বার্সেলোনার আক্রমণভাগে নতুন প্রজন্মের এই উইঙ্গারের অন্তর্ভুক্তি যে কাতালান ক্লাবের আক্রমণভাগকে আরও গতিময় ও বৈচিত্র্যময় করে তুলতে পারে, তা বলাই বাহুল্য।