মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ০৮:০৮ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

জ্যামাইকা টেস্টের পেস দাপটে অস্ট্রেলিয়া এগিয়ে, চাপে ওয়েস্ট ইন্ডিজ

প্রতিনিধি: / ৭ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫

স্পোর্টস: জ্যামাইকার স্যাবাইনা পার্কে চলমান দিবা-রাত্রির টেস্টের দ্বিতীয় দিন ব্যাটসম্যানদের জন্য রীতিমতো বিভীষিকার দিন হয়ে উঠেছে। একদিনেই পড়েছে ১৫টি উইকেট। তবে ব্যাটিং ধুঁকলেও পেস আক্রমণের দাপটে কিছুটা এগিয়ে রয়েছে সফরকারী অস্ট্রেলিয়া। সোমবার দিনের খেলা শেষে দ্বিতীয় ইনিংসে ৯৯ রানে ৬ উইকেট হারিয়েও অস্ট্রেলিয়া এগিয়ে আছে ১৮১ রানে। প্রথম ইনিংসে তারা তুলেছিল ২২৫ রান। এর জবাবে নিজেদের প্রথম ইনিংসে মাত্র ১৪৩ রানে গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ।
দ্বিতীয় দিনের শুরুতে ১ উইকেটে ১৬ রান নিয়ে ব্যাট করতে নামে ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু জশ হেইজেলউড দিনের প্রথম ধাক্কা দেন ব্র্যান্ডন কিংসকে এলবিডব্লিউ করে। অধিনায়ক রোস্টন চেইসকেও বেশিক্ষণ থাকতে দেননি প্যাট কামিন্স। চোটের কারণে আগের দিন ওপেন করতে না পারা জন ক্যাম্পবেল নামেন চার নম্বরে। ইনিংসের সর্বোচ্চ ৩৬ রান আসে তার ব্যাট থেকে। তবে তাকে ফিরিয়ে দেন স্কট বোল্যান্ড, যিনি এই দিন ক্যারিয়ারের অনন্য এক মাইলফলক স্পর্শ করেছেন।
মাত্র ১৭.৩৩ গড়ে টেস্টে বোল্যান্ডের শিকার এখন ৫৯ উইকেট। অন্তত দুই হাজার বল করা বোলারদের মধ্যে, ১৯১৫ সালের পর এমন কম বোলিং গড় আর কারও নেই। তিনি পেছনে ফেলেছেন স্বদেশি বার্ট আয়রমঙ্গারকে, যার গড় ছিল ১৭.৯৭। ১৯০০ সালের পর খেলা বোলারদের মধ্যে বোল্যান্ডের চেয়ে কম গড় আছে কেবল ইংল্যান্ডের কিংবদন্তি সিড বার্নসের।
ওয়েস্ট ইন্ডিজের ইনিংসে ক্যাম্পবেল ছাড়া উল্লেখযোগ্য রান করেছেন শাই হোপ (২৩), রোস্টন চেইস ও জাস্টিন গ্রিভস (দুজনই ১৮ করে)। শেষ ৫টি উইকেট হারায় স্বাগতিকরা মাত্র ১৯ রানের ব্যবধানে। অস্ট্রেলিয়ার হয়ে বোল্যান্ড নেন ৩ উইকেট, কামিন্স ও হেইজেলউড নেন ২টি করে উইকেট।
প্রথম ইনিংস থেকে ৮২ রানের লিড নিয়ে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়াও অবশ্য ধাক্কা খায়। ওয়েস্ট ইন্ডিজের পেসার আলজারি জোসেফ টানা শর্ট বলের পর আচমকা ফুল লেংথে বল করে সাজঘরে ফেরান স্টিভেন স্মিথকে। এরপর বাউ ওয়েবস্টার ও অ্যালেঙ্ কেয়ারিকেও ফিরিয়ে দেন তিনি। অস্ট্রেলিয়ার হয়ে উসমান খাওয়াজা ১৪, ট্র্যাভিস হেড ১৬, ওয়েবস্টার ১৩ রান করলেও বড় ইনিংস খেলতে পারেননি কেউ। ওপেনার স্যাম কনস্টাস তো রানের খাতা না খুলেই ফিরেছেন।
মাত্র ৬৯ রানে ৬ উইকেট হারিয়ে বড় বিপদে পড়েছিল অস্ট্রেলিয়া। তবে তিন নম্বরে নামা ক্যামেরন গ্রিন আর অধিনায়ক প্যাট কামিন্স সপ্তম উইকেটে ৩০ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে দলের হাল ধরেছেন। দিনের খেলা শেষের সময় গ্রিন ৪২ রানে অপরাজিত ছিলেন, কামিন্স অপরাজিত ছিলেন ৫ রানে।
দিনের শেষ সেশনে অস্ট্রেলিয়ার ইনিংসে গুরুত্বপূর্ণ মুহূর্ত আসে, যখন প্যাট কামিন্সের ব্যাটের গ্লাভস ছুঁয়ে যাওয়া বল উইকেটরক্ষক শাই হোপ তালুবন্দী করলেও ওয়েস্ট ইন্ডিজ ফিল্ডাররা আবেদন করেননি। এমনকি তারা রিভিউও নেয়নি, ফলে বেঁচে যান অস্ট্রেলিয়ার অধিনায়ক।
ওয়েস্ট ইন্ডিজের হয়ে দ্বিতীয় ইনিংসে আলজারি জোসেফ নিয়েছেন ৩টি, শামার জোসেফ ২টি এবং গ্রিভস ১টি উইকেট।
অস্ট্রেলিয়ার লিড দাঁড়িয়েছে ১৮১ রানে। টেস্টের ফল নির্ধারণের ক্ষেত্রে সফরকারীদের লক্ষ্য থাকবে এই লিড অন্তত ২৫০ রান ছাড়িয়ে নেওয়া। দ্বিতীয় ইনিংসের ব্যাটিং বিপর্যয় সত্ত্বেও দিনের শেষে খানিকটা স্বস্তিতেই ড্রেসিং রুমে ফিরেছে প্যাট কামিন্সের দল।


এই বিভাগের আরো খবর