মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ০৮:৩৮ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

গ্লোবাল সুপার লিগে খালেদের নৈপুণ্যে রংপুরের নাটকীয় জয়

প্রতিনিধি: / ৩ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫

স্পোর্টস: গ্লোবাল সুপার লিগের দ্বিতীয় আসরে গত রোববার গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে হোবার্ট হারিকেনসের বিপক্ষে এক রোমাঞ্চকর লড়াইয়ে মাত্র ১ রানে জয় পেয়েছে রংপুর রাইডার্স। হারের মুখ থেকে অবিশ্বাস্যভাবে ম্যাচ বের করে আনার নায়ক হয়েছেন বাংলাদেশি পেসার খালেদ আহমেদ, যিনি টানা দ্বিতীয় ম্যাচে ৪টি উইকেট নিয়ে নিজের দলের জয়ের নায়ক বনে গেছেন।
টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে রংপুর রাইডার্স ৬ উইকেটে ১৫১ রান তোলে। ওপেনার ইব্রাহিম জাদরান শুরুতে দলকে ভালো ভিত্তি এনে দেন। তিনি ৩১ বলে ৬টি চার ও ১টি ছক্কায় ৪৩ রান করেন। এরপর কাইল মায়ার্স ব্যাট হাতে হাল ধরেন। তিনি ৪২ বলে ৬৭ রান করেন, যেখানে ছিল ৮টি চার ও ২টি ছক্কা। এছাড়া আজমতউল্লাহ ওমরজাই ১৫ বলে ১৫ রান করেন। তবে বাংলাদেশের ব্যাটাররা এদিন ব্যর্থ। সৌম্য সরকার ৬ বলে ৫, ইয়াসির আলী ১২ বলে ৯ ও অধিনায়ক নুরুল হাসান সোহান ৮ বলে ৩ রান করেন। হোবার্টের হয়ে পাকিস্তানি স্পিনার উসামা মির ৩টি উইকেট নেন।
রান তাড়ায় নেমে শুরুতেই হোবার্টের ওপরে চাপ তৈরি করতে পারেননি রংপুরের বোলাররা। প্রথম পাঁচ ওভারে হোবার্ট তুলে ফেলে ৫১ রান। ওপেনার বেন ম্যাকডারমট ১৯ বলে ৩৪ রান করে ভালো সূচনা এনে দেন। তবে ষষ্ঠ ওভারে বোলিংয়ে এসে খালেদ প্রথমবার আঘাত হানেন। এরপর ইফতেখার আহমেদ দুটি এবং রাকিবুল হাসান একটি উইকেট নিয়ে হোবার্টের মিডল অর্ডার ভেঙে দেন।
মিডল অর্ডারে মোহাম্মদ নবী লড়াই চালিয়ে যান। তিনি ৩৬ বলে ৪৪ রান করেন। ওডিন স্মিথের সঙ্গে নবীর ২৮ বলে ৪১ রানের জুটি হোবার্টকে আবার ম্যাচে ফিরিয়ে আনে। সেই জুটি ভাঙেন খালেদ, স্মিথকে ১৩ বলে ২০ রানে ফেরান তিনি। এরপর ১৯তম ওভারে নিজের শেষ ওভারে খালেদ আরও দুটি উইকেট তুলে নেন। ৪ ওভারে মাত্র ২৬ রান দিয়ে তিনি নেন ৪টি উইকেট।
১৯তম ওভারের পর হোবার্টের দরকার ছিল ১৩ রান, হাতে ২ উইকেট। শেষ ওভারের প্রথম বলই ছিল ওয়াইড। পরের বলেই নবী ছক্কা হাঁকিয়ে সমীকরণ সহজ করে ফেলেন। তৃতীয় বলে আসে ২ রান। তখন ৩ বলে দরকার ছিল মাত্র ৪ রান। সেই উত্তেজনাপূর্ণ মুহূর্তে ওমরজাই চতুর্থ বলে নবীকে আউট করেন। নবী আউট হন ৩৬ বলে ৪৪ রান করে। পঞ্চম বলে আসে ১ রান। শেষ বলে তিন রান দরকার হলেও রান আউটের শিকার হন বিলি স্ট্যানলেক। ফলে ১৫০ রানে অল আউট হয়ে ১ রানে হেরে যায় হোবার্ট।
এই জয়ে দুই ম্যাচে দুই জয় নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে এসেছে রংপুর রাইডার্স। প্রথম ম্যাচে তারা গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সকে হারিয়েছিল ৮ রানে। দুই ম্যাচেই ম্যাচ সেরা হয়েছেন পেসার খালেদ আহমেদ, যিনি লিগের শুরুতেই নিজের অসাধারণ ফর্মের জানান দিচ্ছেন।
ম্যাচ শেষে খালেদ বলেন, “শেষের দিকের চাপের মুহূর্তগুলোতে ধৈর্য রাখতে হয়। দলকে জেতাতে পেরে ভালো লাগছে। চেষ্টা করব এই ধারাবাহিকতা বজায় রাখতে।”
অন্যদিকে হোবার্টের অধিনায়ক বেন ম্যাকডারমট বলেন, “আমরা প্রায় জিতেই গিয়েছিলাম। কিন্তু খালেদ অসাধারণ বোলিং করেছে। তাকে কৃতিত্ব দিতেই হবে।”
গ্লোবাল সুপার লিগের এই ম্যাচে নাটকীয়তা ও টানটান উত্তেজনায় ফুটে উঠেছে ক্রিকেটের অনিশ্চয়তার সৌন্দর্য।


এই বিভাগের আরো খবর