বুধবার, ১৬ জুলাই ২০২৫, ০২:২৮ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

ভিসা কার্ডকে পিছনে ফেললো ভারতের ইউপিআই, দৈনিক লেনদেন ৬৫ কোটি রুপি

প্রতিনিধি: / ৬ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫

বিদেশ : ভারতের ডিজিটাল লেনদেনে ভিসা কার্ডের ব্যবহার টপকে গেলো দেশটির নিজস্ব ব্যবস্থা ইউনিভায়েড পেমেন্টস ইন্টারফেস বা ইউপিআই। সর্বশেষ হিসাব অনুযায়ী, এই ব্যবস্থায় মাসে প্রায় দু হাজার কোটি এবং দৈনিক ৬৫ কোটি রূপির বেশি লেনদেন হচ্ছে। অর্থনীতিবিদরা বলছেন, এই মাধ্যম ব্যবহার সহজ ও ঝামেলাহীন। কেবল একটি স্মার্টফোন ও একটি ব্যাংক অ্যাকাউন্ট থাকলেই ইউপিআই ব্যবহার করা যায়। ভিন্ন ব্যাংকে থাকলেও টাকা ট্রান্সফার করা যায় কয়েক সেকেন্ডে। এখন পর্যন্ত ইউপিআই একমাত্র পেমেন্ট ইকোসিস্টেম, যেখানে ব্যাংক অ্যাকাউন্ট, মোবাইল অ্যাপ, কিউআর কোড, ফোন নম্বর, এমনকি নাম দিয়েও টাকা পাঠানো যায়। এর ফলে নিম্ন-আয় ও গ্রামীণ মানুষদের এতে অন্তর্ভুক্ত করা গেছে। খুদে ব্যবসায়ী থেকে শুরু করে ভ্যানচালক বা চা-ওয়ালাও এখন ইউপিআই গ্রহণ করছে। এতে নগদ টাকায় লেনদেনের নির্ভরতা হ্রাস পেয়েছে। আন্তর্জাতিক আর্থিক সংস্থা (আইএমএফ) সমপ্রতি এক রিপোর্টে বলেছে, ভারতের ইউপিআই শুধু একটি দেশীয় পেমেন্ট সিস্টেম নয়, এটি উন্নয়নশীল দেশগুলির জন্য ডিজিটাল অর্থনীতির একটি নমুনা মডেল। ইউপিআই এখন ভারত সীমা ছাড়িয়ে যাচ্ছে। ইতিমধ্যে নেপাল, ভুটানে এটি সম্পূর্ণরূপে চালু হয়েছে। সিঙ্গাপুরের ‘পে-নাউ’ এর সঙ্গে এটি যুক্ত হয়েছে। সংযুক্ত আরব আমিরাতে এনআইপিএল এবং মাশরুক এর অংশীদার। শিগগিরই যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন ও জাপানে এই ব্যবস্থা চালু করার পরিকল্পনা রয়েছে। উন্নত নিরাপত্তা ব্যবস্থার জন্য ইউপিআই ব্যবস্থায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক নিরাপত্তা যুক্ত করা হচ্ছে। স্মার্টফোন ছাড়াও লেনদেনের জন্য অফলাইন ইউপিআই ও ‘হাই-টেক ফিচার ফোন’ লেনদেন ব্যবস্থা চালু হচ্ছে। এনপিসিআইয়ের প্রধান নির্বাহী দিলীপ বলেছেন, ইউপিআই হচ্ছে ভারতের ডিজিটাল অর্থনীতির মেরুদণ্ড। আমাদের লক্ষ্য, আগামী পাঁচ বছরে একে ১০টি বড় দেশের পেমেন্ট সিস্টেমে রূপান্তরিত করা।


এই বিভাগের আরো খবর