বুধবার, ১৬ জুলাই ২০২৫, ০২:৩৪ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

বর্ষার গান

প্রতিনিধি: / ৬ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫

মামুন রশিদ

আকাশ ভেসে আসে কালো মেঘের দল,
ঝরঝর বৃষ্টি পড়ে, ভিজে যায় মাঠ-টলমল।
কাদায় পা ডোবে হঠাৎ, নদী সেজে উঠে নাচে,
বর্ষার ছোঁয়ায় প্রাণ জেগে ওঠে, সবুজ পাতার কাছে।

টিনের চালের উপর টুপটাপ ছন্দ,
পল্লী গাঁয়ের শিশুরা গায় বৃষ্টির ছায়ানন্দ।
জলজ গন্ধে ভরে ওঠে কাঁচা মাটির বুকে,
ঝিলে কাদায় হাসে ব্যাঙ, ডাকে সন্ধ্যা-ঝিঁঝিঁর সুখে।

কৃষকের মুখে আশার রেখা,
ধানের চারা পোঁটে সে, রোদ-মেঘে দেখে দেখা।
পাখির ডানা ভিজে যায়, তবু উড়ে চলে দূর,
এই বর্ষা যেন জীবনের গান, নীল-সবুজ সুর।

আকাশ কাঁদে, পৃথিবী হাসে-
এই মিলনে খুঁজে পাই প্রকৃত ভালোবাসে।
বর্ষা শুধু পানি নয়, এ এক অনুভব,
ভিজে হৃদয়ে রেখে যায়, শান্তি আর উন্মাদ রব।

 


এই বিভাগের আরো খবর