বিনোদন: তামিল চলচ্চিত্র অঙ্গন গত রোববার গভীর শোকের আবহে আচ্ছন্ন হয়ে পড়ে। পরিচালক পি. এ. রঞ্জিতের পরবর্তী ছবির শুটিং চলাকালে দুর্ঘটনায় প্রাণ হারালেন দক্ষিণ ভারতের বিখ্যাত স্টান্টম্যান এস. এম. রাজু। বহু বছর ধরে চলচ্চিত্রে সাহসী স্টান্ট করে সুনাম কুড়ানো এই শিল্পীর মৃত্যুর ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে, যা আরও বেদনা ও আলোচনার জন্ম দিয়েছে।
ভিডিওতে দেখা যায়, খোলা ময়দানে একটি ক্যামেরা গাড়ি দ্রুতগতিতে সামনের দিকে ছুটছে। তার পেছনে আরেকটি এসইউভি চালাচ্ছিলেন রাজু। ঠিক তখনই বিপরীত দিক থেকে আরেকটি গাড়ি ছুটে আসে। এর কয়েক সেকেন্ডের মধ্যেই রাজুর চালানো গাড়িটি র্যাম্পের ওপর উঠে ভয়াবহভাবে ভারসাম্য হারায়। শূন্যে কয়েকবার ঘুরে গাড়িটি দূরে ছিটকে পড়ে। মাটিতে আছড়ে পড়ার পর গাড়ির সামনের অংশ সম্পূর্ণ দুমড়েমুচড়ে যায়।
দুর্ঘটনার পর শুটিং ইউনিটের সদস্যরা দৌড়ে গিয়ে রাজুকে গাড়ির ভেতর থেকে টেনে বের করেন। সঙ্গে সঙ্গেই তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকেরা তাকে বাঁচাতে পারেননি।
রাজুর মৃত্যুতে চলচ্চিত্র অঙ্গনের অনেকেই শোক প্রকাশ করেছেন। তামিল সিনেমার খ্যাতনামা অভিনেতা ও প্রযোজক বিশাল কৃষ্ণা এই দুর্ঘটনাকে অত্যন্ত মর্মান্তিক বলে উল্লেখ করে বলেন, “রঞ্জিতের সিনেমার গাড়ি ভাঙার দৃশ্য করতে গিয়ে রাজুর চলে যাওয়া মেনে নেওয়া কঠিন। আমি তাঁকে বহু বছর ধরে চিনি। আমার ছবিতেও তিনি বহু ঝুঁকিপূর্ণ স্টান্ট করেছেন। রাজু ছিলেন সত্যিকার অর্থে এক সাহসী মানুষ।”
রাজুর পরিবারকে সমবেদনা জানিয়ে বিশাল আরও বলেন, “আমি তার আত্মার শান্তি কামনা করছি। সৃষ্টিকর্তা তার প্রিয়জনদের এই শোক সইবার শক্তি দিন। একজন সহকর্মী হিসেবে এই দুঃসময়ে তাদের পাশে থাকা আমার দায়িত্ব।”
দক্ষিণী চলচ্চিত্রে রাজু ছিলেন স্টান্ট পারফরম্যান্সের অন্যতম আস্থাভাজন নাম। বছরের পর বছর ধরে তিনি অগণিত ছবিতে কাজ করেছেন। কঠিনতম স্টান্ট দৃশ্যগুলোও দারুণ দক্ষতায় সম্পন্ন করতেন। তাঁর পেশাদারি, পরিশ্রম আর সাহসের জন্য অনেক নির্মাতা ও অভিনেতা বরাবরই তাঁর প্রশংসা করেছেন।
এই মর্মান্তিক দুর্ঘটনা আবারও স্মরণ করিয়ে দিল সিনেমার পর্দার পেছনে থাকা মানুষেরা কতটা ঝুঁকি নিয়ে কাজ করেন। রাজুর অকালপ্রয়াণ চলচ্চিত্র জগতের কাছে অপূরণীয় ক্ষতি হয়ে থাকবে।