সর্বশেষ :
ভারত-চীন সম্পর্ক স্বাভাবিক হলে দুই দেশেরই উপকার হবে: জয়শঙ্কর ইউক্রেন রাশিয়ায় উত্তর কোরিয়ার ৩০ হাজার সেনা পাঠানোর খবর অস্বীকার করল ট্রাম্পের ৩০ শতাংশ শুল্কের জবাব দেওয়ার পরিকল্পনা করছে ইইউ পাকিস্তানে শিক্ষা থেকে বঞ্চিত ২ কোটিরও বেশি শিশু ভালো কথা বললেও পুতিন সন্ধ্যায় সবাইকে বোমা মারেন : ট্রাম্প রোগীদের ইনজেকশন দিয়ে হত্যা: জার্মানিতে চিকিৎসকের বিচার শুরু বেদুইন-দ্রুজ সংঘর্ষে সিরিয়ার সুইদা শহরে নিহত ৩৭ গির্জায় গোলাগুলিতে যুক্তরাষ্ট্রের কেন্টাকিতে নিহত ৩ যুক্তরাষ্ট্র ইউক্রেনে প্যাট্রিয়টসহ অত্যাধুনিক সমরাস্ত্র পাঠাবে মার্কিন বিশেষ দূত কেলগ প্রতিরক্ষা আলোচনার জন্য কিয়েভে পৌঁছেছেন
মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ০৬:১৩ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

একুশে পদকপ্রাপ্ত ফরিদা পারভীন আইসিইউ থেকে কেবিনে

প্রতিনিধি: / ১৯ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ১৪ জুলাই, ২০২৫

বিনোদন: দেশের কিংবদন্তি লালনসংগীত শিল্পী ফরিদা পারভীনকে আইসিইউ থেকে কেবিনে স্থানান্তরিত হয়েছেন, যা শিল্পী ও তাঁর পরিবারের জন্য একটি বড় সান্ত্বনার খবর। গত শুক্রবার হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রীয় (আইসিইউ) অবস্থান থেকে তাঁকে কেবিনে নেওয়া হয়েছে। এর আগে তীব্র শ্বাসকষ্ট, মস্তিষ্কে রক্তক্ষরণ, রক্তে সংক্রমণ এবং কিডনি বিকল হয়ে গুরুতর অবস্থায় শিল্পী হাসপাতালে ভর্তি হয়েছিলেন।
তার ছেলে ইমাম জাফর নোমানী সামাজিক মাধ্যমে স্বাস্থ্য উন্নতির খুশির খবর শেয়ার করে অনুরোধ করেছেন, হাসপাতালে অনাবশ্যক ভিড় এড়াতে এবং ভিজিটর নিয়ন্ত্রণে রাখতে, যাতে ফরিদা পারভীন দ্রুত সুস্থ হতে পারেন।
ফরিদা পারভীন ৫ জুলাই থেকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। শারীরিক অবস্থা অবনতি হওয়ায় ৯ জুলাই বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে মেডিকেল বোর্ড গঠন করা হয়। তাঁকে সপ্তাহে তিনবার ডায়ালাইসিস করানো হচ্ছে। আইসিইউ থেকে কেবিনে স্থানান্তরের পর এখনো পূর্ণ সুস্থ নন, তবে পরিবার ও চিকিৎসকরা আশাবাদী, শিগগিরই তিনি বাড়িতে ফিরে আসবেন।
ফরিদা পারভীন দেশের সংগীত জগতে এক অমর নাম। ১৯৬৮ সালে রাজশাহী বেতারে নজরুলসংগীত পরিবেশনের মাধ্যমে ক্যারিয়ার শুরু করেন তিনি। ১৯৮৭ সালে সংগীতে অসাধারণ অবদানের জন্য একুশে পদক, ১৯৯৩ সালে প্লেব্যাক শিল্পী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং ২০০৮ সালে জাপানের ‘ফুকুওয়াকা এশিয়ান কালচার’ পুরস্কারে সম্মানিত হন।
শিল্পীর স্বামী যন্ত্রসংগীতশিল্পী গাজী আবদুল হাকিম বলেন, ‘গত শনিবার দুপুরে ফরিদার সঙ্গে কথা হয়েছে, তিনি অল্প অল্প কথা বলতে পারছেন। ক্রমেই উন্নতি হচ্ছে।’ হাসপাতালের সিনিয়র এঙ্িিকউটিভ আমিনুল ইসলাম জানান, ‘শিল্পীর অবস্থা আগের চেয়ে ভালো, তবে এখন তাকে পর্যবেক্ষণে রাখা হচ্ছে এবং সুস্থ হয়ে বাড়ি ফিরতে আরও কিছু দিন সময় লাগবে।’
সংগীতপ্রেমী ও দেশের নানা শ্রেণি-পেশার মানুষ ফরিদা পারভীনের দ্রুত সুস্থতার জন্য দোয়া করছেন এবং তাঁর অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন।


এই বিভাগের আরো খবর