সর্বশেষ :
ভারত-চীন সম্পর্ক স্বাভাবিক হলে দুই দেশেরই উপকার হবে: জয়শঙ্কর ইউক্রেন রাশিয়ায় উত্তর কোরিয়ার ৩০ হাজার সেনা পাঠানোর খবর অস্বীকার করল ট্রাম্পের ৩০ শতাংশ শুল্কের জবাব দেওয়ার পরিকল্পনা করছে ইইউ পাকিস্তানে শিক্ষা থেকে বঞ্চিত ২ কোটিরও বেশি শিশু ভালো কথা বললেও পুতিন সন্ধ্যায় সবাইকে বোমা মারেন : ট্রাম্প রোগীদের ইনজেকশন দিয়ে হত্যা: জার্মানিতে চিকিৎসকের বিচার শুরু বেদুইন-দ্রুজ সংঘর্ষে সিরিয়ার সুইদা শহরে নিহত ৩৭ গির্জায় গোলাগুলিতে যুক্তরাষ্ট্রের কেন্টাকিতে নিহত ৩ যুক্তরাষ্ট্র ইউক্রেনে প্যাট্রিয়টসহ অত্যাধুনিক সমরাস্ত্র পাঠাবে মার্কিন বিশেষ দূত কেলগ প্রতিরক্ষা আলোচনার জন্য কিয়েভে পৌঁছেছেন
মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ০৫:২১ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

গির্জায় গোলাগুলিতে যুক্তরাষ্ট্রের কেন্টাকিতে নিহত ৩

প্রতিনিধি: / ৩৭ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ১৪ জুলাই, ২০২৫

বিদেশ : যুক্তরাষ্ট্রের কেন্টাকি অঙ্গরাজ্যের এক গির্জায় বন্দুকধারীর গুলিতে দুই নারী নিহত হওয়ার পর পুলিশের গুলিতে হামলাকারীও নিহত হয়েছেন। কর্তৃপক্ষ জানিয়েছে, রোববার অঙ্গরাজ্যটির দ্বিতীয় বৃহত্তম শহর লেক্সিংটনের রিচমন্ড রোড ব্যাপ্টিস্ট গির্জায় ঘটনাটি ঘটে। এই গির্জায় বন্দুকধারীর গুলিতে দুই পুরুষও আহত হন। বন্দুকধারী প্রথমে স্থানীয় এক বিমানবন্দরের সামনে অঙ্গরাজ্যটির এক সেনাকে গুলিতে আহত করার কিছুক্ষণ পর ওই গির্জাটিতে হামলা চালায়। রোববার বিকালে এক সংবাদ সম্মেলনে লেক্সিংটনের পুলিশ প্রধান লরেন্স ওয়েদারস জানান, গির্জায় আহতদের মধ্যে একজনের অবস্থা সঙ্কটজনক। আর আহত সেনাকে দ্রুত নিকটবর্তী হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। তার অবস্থা স্থিতিশীল রয়েছে। রয়টার্স জানিয়েছে, কর্তৃপক্ষ সন্দেহভাজনকে শনাক্ত করলেও তার নাম ও বয়স প্রকাশ করেনি। ওয়েদারস জানান, রোববার স্থানীয় সময় সকাল ১১টা ৩৫ মিনিটের দিকে ওই সেনা ফেইয়েট কাউন্টির ব্লুগ্রাস বিমানবন্দরের টার্মিনাল ড্রাইভে একটি গাড়ির লাইসেন্স প্লেট রিডারে সতর্কতা পাওয়ার পর গাড়িটি থামান। তখন সন্দেহভাজনের ওই সেনাকে গুলি করে পালিয়ে যায় আর একটি গাড়ি ছিনতাই করে। ছিনতাই করা গাড়িটি নিয়ে সে ১৬ কিলোমিটার দূরে রিচমন্ড রোড ব্যাপ্টিস্ট গির্জায় গিয়ে হাজির হয়। সেখানে সে লোকজনের ওপর গুলি ছুড়তে শুরু করে। পুলিশ ছিনতাই করা গাড়িটির অবস্থান শনাক্ত করে ওই গির্জায় গিয়ে হাজির হয়। তিন পুলিশ কর্মকর্তা সন্দেহভাজনকে গুলি করেন আর ঘটনাস্থলেই তাকে মৃত ঘোষণা করা হয়। ওয়েদারসের বরাত দিয়ে সিএনএন জানিয়েছে, প্রাথমিকভাবে পাওয়া তথ্যে ধারণা করা হচ্ছে সন্দেহভাজনের সঙ্গে ওই গির্জার লোকজনের সম্ভবত কোনো সম্পর্ক ছিল। তবে তিনি বিস্তারিত আর কিছু জানাননি। ওয়েদারস জানান, লেক্সিংটন পুলিশ বিভাগীয় নীতি অনুযায়ী এই গোলাগুলির ঘটনার একটি অভ্যন্তরীণ পর্যালোচনা পরিচালনা করবে। ব্লুগ্রাস বিমানবন্দর সামাজিক মাধ্যম এক্স এ রোববার দুপুর ১টার দিকে এক পোস্টে জানিয়েছে, বিমানবন্দরের একটি সড়কের এক অংশে আইন প্রয়োগকারীদের তদন্তের কারণে কিছুটা বিঘ্ন ঘটেছে, কিন্তু সব ফ্লাইট ও কার্যক্রম এখন স্বাভাবিক আছে।


এই বিভাগের আরো খবর