বিনোদন: বলিউডের শাশুড়ি-বৌমার সম্পর্ক নিয়ে আলোচনা প্রায়ই আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকে। সম্প্রতি করণ জোহরের জনপ্রিয় টক শো ‘কফি উইথ করণ’-এর একটি পুরনো পর্ব সোশ্যাল মিডিয়ায় ফের ভাইরাল হয়েছে, যেখানে অভিনেত্রী ও রাজনীতিবিদ জয়া বচ্চন অকপটে তাঁর পুত্রবধূ ঐশ্বর্যা রাই বচ্চনের প্রশংসা করেন।
সেখানে করণ জোহর জিজ্ঞাসা করলে জয়া বচ্চন বলেছিলেন, “সি ইজ লাভলি। আই লাভ হার অ্যান্ড ইউ নো আই হ্যাভ অলওয়েস লাভড হার।” অর্থাৎ, ঐশ্বর্যার প্রতি তাঁর গভীর ভালোবাসা স্পষ্ট হয়ে ওঠে। জয়া আরও বলেন, ঐশ্বর্যা পরিবারের জন্য একেবারে সঠিক পছন্দ, কারণ একজন বড় তারকা হয়ে যাবার পরও তিনি কখনো নিজেকে পরিবারের বাইরে বা আলাদা ভাবেননি, যা তাঁর অন্যতম বড় গুণ।
শুধু জয়া নয়, স্বামী অভিষেক বচ্চনও ২০১৫ সালের এক সাক্ষাৎকারে মায়ের এবং স্ত্রীর সম্পর্ক নিয়ে খোলাখুলিভাবে কথা বলেছেন। তিনি জানিয়েছিলেন, মাঝে মাঝে মা ও স্ত্রীরা তার বিরুদ্ধে একত্রে মত প্রকাশ করেন এবং তখন তারা বাংলায় কথা বলে পরিকল্পনা সাজায়। অভিষেকের কথায়, “মা তো বাঙালি, আর ঐশ্বর্যা ‘চোখের বালি’ ছবিতে কাজ করার সময় থেকেই বাংলা শিখেছেন। তাই তারা যখন একসঙ্গে কিছু কথা বলতে চান, বাংলায় গড়গড় করে কথা বলেন।”
বছরের পর বছর ধরে শোনা গেছে তাঁদের সম্পর্ক নিয়ে নানা জল্পনা, তবে অনুরাগীরা বিশ্বাস করেন যে বচ্চন পরিবারে সম্পর্ক আগের মতোই মিষ্টি এবং তারা একসঙ্গে পুরো পরিবারকে সুন্দরভাবে সামলাচ্ছেন।
অমিতাভ বচ্চনের ‘কৌন বনেগা ক্রোড়পতির’ এক পর্বে, এক প্রতিযোগী ঐশ্বর্যার সৌন্দর্যের প্রশংসা করে এবং তাঁর সঙ্গে থাকা শাশুড়ির থেকে সৌন্দর্য বজায় রাখার টিপস জানতে চায়। অমিতাভ প্রথমে খানিকটা অবাক হলেও পরে বলেন, “ঐশ্বর্যা সত্যিই খুব সুন্দরী, এটা সবাই জানে। কিন্তু মুখের সৌন্দর্য সারাজীবন থাকে না। বরং মন থেকে সুন্দর থাকা সবচেয়ে বেশি জরুরি। কারণ, মনের সৌন্দর্য জীবনকে এগিয়ে নিয়ে যায়, সবাইকে ভালোবাসা শেখায়। তাই মুখশ্রীর চেয়ে মনটাকে সুন্দর রাখতে হবে।”
এই মন্তব্য এবং পুরোনো সাক্ষাৎকারগুলো তুলে ধরে বলিউডের শাশুড়ি-বৌমার সম্পর্কের মাধুর্য এবং পরস্পরের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসার অনন্য দৃষ্টান্ত ফুটে ওঠে।