বিনোদন: কানাডায় জনপ্রিয় ভারতীয় কৌতুক অভিনেতা কপিল শর্মার ব্যবসায়িক কার্যক্রমকে কেন্দ্র করে নতুন করে তীব্র বিতর্ক ও হুমকির সৃষ্টি হয়েছে। ‘ক্যাপস ক্যাফে’ নামে তাঁর শুরু করা রেস্তোরাঁর ওপর গুলির ঘটনার রেশ না কাটতেই এবার খলিস্তানপন্থী জঙ্গি সংগঠন ‘শিখস ফর জাস্টিস’-এর প্রধান গুরপতওয়ান্ত সিং পান্নুন সরাসরি কপিলকে হুমকি দিয়েছেন। গত বৃহস্পতিবার প্রকাশিত এক ভিডিও বার্তায় পান্নুন অভিযোগ করেন, কপিল শর্মা কানাডায় ব্যবসার আড়ালে হিন্দুত্ববাদী মতাদর্শ ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন। তিনি বলেন, “কানাডা তোমার খেলার মাঠ নয়। রক্তমাখা টাকা নিয়ে ফিরে যাও হিন্দুস্থানে।”
পান্নুন তাঁর ভিডিও বার্তায় আরও প্রশ্ন তোলেন, “ক্যাপস ক্যাফে কি কেবলই একটি কমেডি ক্যাফে, নাকি হিন্দুত্ববাদ রফতানির বৃহত্তর ষড়যন্ত্রের অংশ? ব্যবসা করে কি তোমরা মতাদর্শ প্রতিষ্ঠা করতে চাও?”তিনি স্পষ্ট ভাষায় জানান, কানাডার মাটিতে সহিংস হিন্দুত্ববাদী ভাবধারা ছড়াতে দেওয়া হবে না। তাঁর দাবি, যে কেউ প্রকাশ্যে মোদীর জয়জয়কার করবে, তাদের জন্য কানাডায় কোনো জায়গা নেই।
এর আগে গত মঙ্গলবার গভীর রাতে কপিল শর্মার ‘ক্যাপস ক্যাফে’-তে বন্দুকধারীরা গুলি চালায়। ঘটনায় কোনো প্রাণহানির খবর পাওয়া না গেলেও হামলার দায় স্বীকার করে নেয় খলিস্তানপন্থী জঙ্গি সংগঠন বব্বর খালসা ইন্টারন্যাশনালের (বিকেআই) সঙ্গে যুক্ত দুই জঙ্গি, হরজিৎ সিং লাড্ডি এবং তুফান সিং। উল্লেখ্য, বব্বর খালসাকে সন্ত্রাসবাদী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে কানাডা সরকার। লাড্ডি ইতিমধ্যেই ভারতের জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ)-র মোস্ট ওয়ান্টেড তালিকাভুক্ত।
কানাডায় এই ঘটনায় প্রবাসী ভারতীয়দের মধ্যে নতুন করে আতঙ্ক তৈরি হয়েছে। বিশেষ করে, সাম্প্রতিক বছরগুলোতে খলিস্তানি বিচ্ছিন্নতাবাদীদের কার্যকলাপ এবং বিভিন্ন প্রবাসী ভারতীয় শিল্পীর ওপর হামলার ঘটনা প্রবাসীদের মধ্যে উদ্বেগ আরও বাড়িয়ে তুলেছে। ২০২৩ সালের নভেম্বরে পাঞ্জাবি গায়ক ও অভিনেতা গিপ্পি গ্রেওয়ালের বাড়ির বাইরে গুলি চালানোর ঘটনা ঘটে। তারও আগে, ২০২৪ সালের সেপ্টেম্বরে ভ্যাঙ্কুভারে গায়ক-র্যাপার এপি ধিলোঁর বাড়িতেও হামলার ঘটনা ঘটেছিল। সেই দুটি হামলার দায় স্বীকার করে নিয়েছিল ভারতের বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠী।
‘শিখস ফর জাস্টিস’ সংগঠনটিকে ভারতে বেআইনি হিসেবে ঘোষণা করা হয়েছে। ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, এই সংগঠন ভারতের গণতান্ত্রিক সরকারকে অস্থির করার লক্ষ্যে বিচ্ছিন্নতাবাদী তৎপরতায় সক্রিয়ভাবে মদত দেয় এবং বিভিন্ন জঙ্গি সংগঠনের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রাখে। পান্নুনের বিরুদ্ধে এনআইএ-সহ ভারতের বিভিন্ন রাজ্যে মোট ১০৪টি মামলা রয়েছে, যেগুলোর বেশিরভাগই দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র এবং সন্ত্রাসমূলক কর্মকাণ্ডের অভিযোগে দায়ের হয়েছে।
এদিকে, কপিল শর্মা এখনও পর্যন্ত এই হুমকি ও হামলা নিয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাননি। তবে তাঁর ‘ক্যাপস ক্যাফে’-এর অফিসিয়াল ইনস্টাগ্রাম এবং ফেসবুক পেজ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, “আমরা বন্ধুত্ব, ভালোবাসা ও আনন্দ ছড়িয়ে দেওয়ার স্বপ্ন নিয়ে এই ক্যাফে চালু করেছি। কিন্তু সাম্প্রতিক ঘটনা আমাদের গভীরভাবে ব্যথিত করেছে। আমরা হতাশ নই, আবারও ঘুরে দাঁড়াব। ভালোবাসার শক্তিই আমাদের প্রেরণা।”
কানাডা পুলিশের পাশাপাশি গোয়েন্দা সংস্থাগুলিও হামলা ও হুমকির ঘটনা তদন্ত করছে। প্রবাসী ভারতীয়দের মধ্যে এই ঘটনা নতুন করে নিরাপত্তা ও রাজনৈতিক আশঙ্কা জাগিয়েছে।