সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ১১:৫২ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

শাকিব-জয়া হঠাৎ কলকাতায় উড়ে গেলেন

প্রতিনিধি: / ১০৫ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ২৭ মে, ২০২৫

এক দশকেরও বেশি সময় পর একসঙ্গে পর্দায় ফিরছেন ঢালিউড কিং শাকিব খান আর অভিনয়ের জাদুকর জয়া আহসান। আর সেই প্রত্যাবর্তনের নাম ‘তাণ্ডব’। ঈদুল আজহায় বড় পর্দায় ধুন্ধুমার উপস্থিতির জন্য প্রস্তুতি নিচ্ছে ‘তাণ্ডব’ সংশ্লিষ্টরা। কিন্তু এর আগেই এক রহস্যময় ব্যস্ততা শুরু হয়েছে ওপার বাংলায়। সিনেমার ডাবিংয়ের কাজে হঠাৎ কলকাতায় উড়ে গিয়েছেন শাকিব ও জয়া। বলা চলে, ডাবিং স্টুডিওর ভেতরেই চলছে এক সিনেমাটিক যুদ্ধ। কলকাতার অরাল স্টুডিওতে দিনভর ডাবিং করছেন তারকারা। সঙ্গে রয়েছেন পরিচালক রায়হান রাফী, প্রযোজক শাহরিয়ার শাকিল, এসভিএফের দুই কর্ণধার-শ্রীকান্ত মোহতা ও মহেন্দ্র সোনি। অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলিও দেখা দিয়েছেন সেই জমজমাট ডাবিং সেশনে। মহেন্দ্র সোনির শেয়ার করা একটি ছবিতেই ধরা পড়েছে তারকাদের মিলনমেলার মুহূর্ত। একটি ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে-ডাবিং শেষে ঢাকায় ফিরবেন শাকিব-জয়া। ফিরেই শুরু করবেন সিনেমাটির আইটেম গানের শুটিং, যেখানে আবারো চমক দেখাবেন শাকিব খান। রহস্য আর রোমাঞ্চে ভরপুর অ্যাকশন-থ্রিলার ঘরানার ‘তাণ্ডব’। এরই মধ্যে সিনেমাটির টিজার দুই বাংলার দর্শকের হৃদয়ে ঝড় তুলেছে। মাত্র দেড় মিনিটের ঝলকে নির্মাতা রাফী ভরিয়ে দিয়েছেন অ্যাকশন, উত্তেজনা আর সাসপেন্স। শাকিব-জয়ার পাশাপাশি সিনেমাটিতে আছেন আফজাল হোসেন, সিয়াম আহমেদ, সাবিলা নূর, এজাজুল ইসলাম, এফ এস নাঈম, রোজী সিদ্দিকী প্রমুখ।


এই বিভাগের আরো খবর