সর্বশেষ :
বাগেরহাটে বাঁধনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ মোরেলগঞ্জে বিএনপির দোয়া অনুষ্ঠানে সোমনাথ দে ষড়যন্ত্রকারিরা দলের মধ্যে যেনো অনৈক্য সৃষ্টি করতে না পারে মোরেলগঞ্জে কেন্দ্রীয় তাঁতীদল নেতা কাজী মনিরের শীতবস্ত্র বিতরণ ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির দায়ে ইরানে একজনের মৃত্যুদণ্ড কার্যকর ইরানে সরকারবিরোধী আন্দোলনে নিহত ৩৬: মানবাধিকার সংস্থা মধ্যবর্তী নির্বাচনে না জিতলে অভিশংসনের মুখে পড়বো: রিপাবলিকানদের ট্রাম্প তুষারপাতের কারণে প্যারিসে ১৪০টি ফ্লাইট বাতিল ফিলিপাইনে ৬.৪ মাত্রার ভূমিকম্প ইয়েমেনে সৌদি আরব নেতৃত্বাধীন জোটের হামলা এলপিজি সংকটের মধ্যে ভ্যাট কমাল সরকার
শুক্রবার, ০৯ জানুয়ারী ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

পরীর জীবনে আর প্রেম আসবে না

প্রতিনিধি: / ৩৭৮ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ১১ মার্চ, ২০২৪

বিনোদন: সাবেক স্বামী চিত্রনায়ক শরিফুল রাজের সঙ্গে বিচ্ছেদের পর জীবনে আর প্রেম আসবে না বলে জানিয়েছেন আলোচিত চিত্রনায়িকা পরী মণি। এই কথায় যারা বিশ্বাস রাখতে পারছেন না, তাঁদের জন্য পরী জানিয়েছেন এটা তিনি লিখে দিতে পারবেন। আনন্দবাজারকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন পরী। সেটা তাঁর ভাষ্যে এমন, ‘আমার জীবনে আর কখনও প্রেম আসবে না, তা আমি লিখে দিতে পারি। এখন আমার জীবনে কোনো উটকো ঝামেলা নেই। কেন শুটিংয়ে দেরি হলো? শুটিংয়ে কী কী কাজ করেছি, কাজের ফাঁকে কী করেছি, এসব জবাব দেয়ার কোনো ঝট ঝামেলা পোহাতে হয় না। তবে আমার খাঁটি প্রেম হলো আমার ছেলে। আমার জীবনে যেমন ও ছাড়া কেউ নেই, তেমনি পদ্মর আমি ছাড়া কেউ নেই। আমরা এখন ভীষণ ভালো আছি।’ পরী মণি ক্যারিয়ারজুড়েই নানা কারণে আলোচনায় ছিলেন। যার অধিকাংশই ছিল ব্যক্তিজীবন কেন্দ্রিক। কখনো প্রেম, কখনো বিয়ে-বিচ্ছেদ কিংবা কারাগারকাÐ- পরী বিতর্কিত হয়েছেন বিভিন্ন কারণে। স¤প্রতি পরী মিডিয়ার সামনে কোনো মন্তব্য করেননি ব্যক্তিজীবন সম্পর্কে। তবে এই সাক্ষাৎকারে পরী ফের বিস্ফোরক মন্তব্য করেছেন শরিফুল রাজ প্রসঙ্গে। নায়িকার দাবি, সন্তান রাজ্যে কোন খোঁজ রাখেন না রাজ।


এই বিভাগের আরো খবর