সর্বশেষ :
এসপি রশিদিয়া মাধ্যমিক বিদ্যালয় : মোরেলগঞ্জে ১৯ বছর পরে উৎসব মুখর   পরিবেশে অভিভাবক সদস্য নির্বাচন বাড়ি ফেরা হলো না ভিক্ষুক সোহরাব আলীর- সড়ক দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু পাইকগাছায় বিদ্যালয়ের পাশে পোল্ট্রি ফার্মে দুর্গন্ধে পাঠদান ব্যাহত — প্রশাসনের হস্তক্ষেপ দাবি নার্সিং প্রশাসন একীভূতকরণের প্রতিবাদে পিরোজপুরে মানববন্ধন জাল স্বাক্ষরে পদত্যাগপত্র তৈরীর অভিযোগ, বাতিল হয়েছে এমপিও ১৫ বছর ধরে নীজ কর্মস্থল থেকে বিতাড়িত অধ্যক্ষ দিদারুল ইসলাম বাগেরহাটে পৌর যুবদলের বর্ণাঢ্য শোভাযাত্রা মোরেলগঞ্জ শ্রমিক  দলের  সাধারণ সম্পাদকের  পিতার ইন্তেকাল আফগানিস্তানকেভারতের‘দালাল‘বললেনপাকিস্তানেরমন্ত্রী টমেটোর পর পেঁয়াজেরবাজারেআগুন, চরম ভোগান্তিতেপাকিস্তানের ক্রেতারা মোরেলগঞ্জে পঞ্চাশ ঊর্ধ্ব বৃদ্ধের ওপর হামলা: দাড়ি টেনে ছেঁড়ায় ধর্মীয় অনুভূতিতে আঘাত, ন্যায়বিচার দাবি এলাকাবাসীর
শনিবার, ০১ নভেম্বর ২০২৫, ০৫:২৩ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

ইউটিউব ক্যামেরায় ধারণ করা ভিডিওতে লেবেল আনছে

প্রতিনিধি: / ১৫৩ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪

আইটি: অনেকেই কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে তৈরি ভিডিও ইউটিউবে প্রকাশ করেন। এসব ভিডিও বিভিন্ন হুমকি তৈরি করতে পারে এমন শঙ্কায় নতুন পদক্ষেপ নিল ইউটিউব। ব্রিটিশ দৈনিক ইন্ডিপেনডেন্ট তাদের এক প্রতিবেদনে বলছে, এখন থেকে আপলোড করা ভিডিওটি ‘ক্যামেরায় ধারণ করা হয়েছে’ কি না সেটি জানা যাবে। ক্যামেরায় ধারণ করা ভিডিওতে ‘ক্যাপচারড উইথ এ ক্যামেরা’ নামের লেবেল যুক্ত করবে ইউটিউব। এর ফলে ইউটিউবে ভালো মানের কনটেন্ট নির্মাতাদের তৈরি ভিডিওগুলো সহজেই চেনা যাবে। ইউটিউবের তথ্যমতে, ভিডিওতে থাকা বিভিন্ন দৃশ্য ও শব্দ যাচাই করে এই লেবেল যুক্ত করা হবে। যেসব ক্যামেরা ও যন্ত্র কোয়ালিশন ফর কনটেন্ট প্রভিনেন্স অ্যান্ড অথেনটিসিটি বা সিটুপিএ ফ্রেমওয়ার্ক সমর্থন করে, শুধু সেগুলোর মাধ্যমে ধারণ করা ভিডিওর ডেসক্রিপশন অপশনে এই লেবেল দেখা যাবে। ফলে সিটুপিএ সমর্থন না করা ক্যামেরা ও যন্ত্রে ধারণ করা ভিডিওগুলো বর্তমানের মতোই লেবেল ছাড়া দেখা যাবে ইউটিউবে। বিশেষজ্ঞরা বলছেন, অনলাইন ভিডিও শেয়ারিং প্লাটফর্মটিতে আসল বা নকল বিভিন্ন ভিডিও আপলোডের পাশাপাশি এগুলো ব্যবহারকারীদের ট্যাগও করা হচ্ছে, যা মানুষদেরকে বিভ্রান্ত করতে পারে। তবে ভিডিওতে লেবেলিং করা হলে তা বিভান্তিকর পরিস্থিতি এড়াতে সহায়ক হবে। এসব ভিডিওতে ব্যবহৃত হবে ‘সি২পিএ’ নামে এক প্রচলিত প্রযুক্তি, যা কোনো ভিডিও এডিট করা হয়েছে কি না বা ভিডিওটি আসল কিনা তা স্পষ্ট করার মতো তথ্য ভিডিও থেকেই পাবে বিভিন্ন প্ল্যাটফর্ম। যেমন- কিছু ক্যামেরা কোম্পানি তাদের বিভিন্ন ক্যামেরাতে প্রযুক্তিটি যোগ করেছে, এর ফলে ইউটিউব স্বয়ংক্রিয়ভাবে দেখতে সক্ষম হবে যে ভিডিওটি আসলে কোনো ডিভাইসে রেকর্ড করা হয়েছিল না কি এআইয়ের তৈরি। এসব ভিডিও এডিট করার পাশাপাশি করা যাবে ট্যাগও। তবে এগুলো এমনভাবে এডিট করা উচিত হবে না, যাতে বিভিন্ন ভিডিও আসল না কি নকল তা বোঝার উপায় থাকে না বা ভিডিওটি কোথা থেকে এসেছে তা শনাক্ত করা অসম্ভব হয়ে ওঠে। এরইমধ্যে ইউটিউব ব্যবহারকারীদের জন্য ‘অলরেডি অর সিনথেটিক কনটেন্ট’ নামের এক শনাক্তকরণ বা চিহ্নিতকরণ বাটন এনেছে গুগল, যা ট্যাপ করার মাধ্যমে এআই ব্যবহারে তৈরি ভিডিওকে শনাক্ত করা যায়। তবে, এই নতুন লেবেল সিস্টেমটি এমনভাবে কাজ করবে, যেখানে নিজেদের ক্যামেরায় ধারণ করা মূল ভিডিও লেবেলিংয়ের সুযোগ পাবেন ব্যবহারকারীরা। আর নতুন প্রযুক্তিটি সহজেই জানান দেবে ভিডিওটি আসল কি না, বলেছে ইউটিউব।

 


এই বিভাগের আরো খবর