সর্বশেষ :
ফকিরহাটে পানিতে ডুবে শিশুর মৃত্যু ফকিরহাটে সার্ভেয়ার শহীদুল ইসলামের বদলি আদেশ বাতিলের দাবিতে মানববন্ধন বাগেরহাটে যুবদলের মতবিনিময় সভা যার জন্য ধানের শীষের একটি ভোট নষ্ট হবে  সে বিএনপি’র কর্মী হতে পারেনা, কুট্টি সরকার  নিষেধাজ্ঞা শেষে সাগর অভিমুখে জেলেরা: সফলভাবে শেষ হলো ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৫ বাগেরহাটে পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি)র- সহিংসতা প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ ও  ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত।। ইতালিতে ক্যাথলিক ধর্মগুরুদের হাতে ৪৪০০ ব্যক্তি নির্যাতনের শিকার মস্কোর শহরতলিতে ইউক্রেনের বিরল ড্রোন হামলায় আহত ৫ নৌকাডুবিতে তুরস্ক উপকূলে ৭ অভিবাসীর প্রাণহানি দিল্লিতে ২৯ অক্টোবর প্রথম কৃত্রিম বৃষ্টিপাত হবে: মুখ্যমন্ত্রী
রবিবার, ২৬ অক্টোবর ২০২৫, ১০:২১ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

নতুন ফিচার নিয়ে এলো গুগলের চ্যাটবট জেমিনি

প্রতিনিধি: / ১২০ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ২৩ আগস্ট, ২০২৫

গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাটবট জেমিনি-তে দারুণ একটি ফিচার রয়েছে। জেমিনি জেমস নামের এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা নিজেদের মতো করে কাস্টম চ্যাটবট তৈরি করতে পারবেন। অর্থাৎ প্রতিবার নির্দেশনা না লিখেই আপনি নির্দিষ্ট কাজের জন্য আলাদা “জেমস’’ বানাতে পারবেন।

জেমিনি জেমস কী?
জেমিনি জেমস মূলত গুগল জেমিনির কাস্টম সংস্করণ। এখানে ব্যবহারকারীরা বিশেষ কিছু নির্দেশনা এবং প্রয়োজনীয় নলেজ ফাইল যুক্ত করতে পারেন। ফলে প্রতিবার নতুন করে তথ্য না দিলেও সেই জেম আপনার পূর্বের নির্দেশনার ভিত্তিতেই উত্তর তৈরি করবে। উদাহরণস্বরূপ, আপনি যদি একটি গধৎশবঃরহম ঊীঢ়বৎঃ এবস বানান, সেখানে আপনার ব্যবসার ব্র্যান্ড গাইডলাইন, টার্গেট অডিয়েন্স এবং স্টাইল গাইড যুক্ত করতে পারেন। এরপর যখনই আপনি সেই জেম ব্যবহার করবেন, এটি স্বয়ংক্রিয়ভাবে মার্কেটিং-সম্পর্কিত পরামর্শ দেবে। যেমন- ট্রেন্ড বিশ্লেষণ বা নতুন আইডিয়া ব্রেনস্টর্ম করা। মনে রাখতে হবে, গুগল জেমিনি শব্দটি কেবল চ্যাটবট নয়। পুরো এআই মডেল পরিবারের নাম। এখানে “জেমিনি জেমস”বলতে শুধুমাত্র চ্যাটবটের কাস্টম সংস্করণকে বোঝানো হচ্ছে।

যেভাবে ব্যবহার করবেন জেমিনি জেমস
যারা আগে থেকে কাস্টম এচঞং বা তধঢ়রবৎ চ্যাটবট ব্যবহার করেছেন, তাদের কাছে জেমস তৈরির প্রক্রিয়াটা অনেকটা পরিচিত লাগবে। তবে কিছু শর্ত রয়েছে-
১. জেম বানাতে হলে আপনার একটি গুগল অ্যাকাউন্ট থাকতে হবে।
২. জেম আপনি ওয়েব এবং মোবাইল অ্যাপে ব্যবহার করতে পারবেন, তবে তৈরি ও এডিট করতে পারবেন কেবল ওয়েব সংস্করণে।

এই ফিচার কেন গুরুত্বপূর্ণ
বাংলাদেশসহ বিশ্বের বহু তরুণ এখন এআই-ভিত্তিক প্রোডাক্টিভিটি টুল ব্যবহার করছেন। বিশেষত যারা ফ্রিল্যান্সিং, ডিজিটাল মার্কেটিং, কনটেন্ট ক্রিয়েশন কিংবা সফটওয়্যার ডেভেলপমেন্টের সঙ্গে যুক্ত, তাদের জন্য জেমিনি জেমস হতে পারে সময় ও শ্রম বাঁচানোর এক কার্যকর সমাধান।

একটি জেম তৈরি করে রাখলে প্রতিবার নির্দেশনা লিখতে হয় না। একই সঙ্গে, ভিন্ন ভিন্ন কাজের জন্য আলাদা জেম বানিয়ে রাখা যায়। যেমন- ঘবংি ডৎরঃবৎ এবস, ঈড়ফরহম অংংরংঃধহঃ এবস, কিংবা ঝঊঙ জবংবধৎপয এবস।

প্রযুক্তি জগত দ্রুত এগিয়ে যাচ্ছে। গুগল জেমিনি জেমস সেই অগ্রগতির আরেকটি নতুন দিক। যা ব্যবহারকারীদের আরও স্বাধীনতা দিচ্ছে এআইকে নিজেদের মতো কাজে লাগানোর। তরুণ প্রজন্মের জন্য এটি কেবল সুবিধাজনকই নয়। বরং প্রতিযোগিতামূলক দুনিয়ায় একধাপ এগিয়ে থাকার সুযোগও এনে দিচ্ছে।


এই বিভাগের আরো খবর