বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ১২:০৫ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

ওমর সানী বন্ধু মনি কিশোরের মৃত্যুতে শোকাহত

প্রতিনিধি: / ১৫৭ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ২১ অক্টোবর, ২০২৪

বিনোদন: আসল নাম অরুণ কুমার মÐল, ডাকনাম মনি। ভক্ত ছিলেন উপমহাদেশের নন্দিত শিল্পী কিশোর কুমারের। তাই নাম বদলে সংগীতে এসে হলেন মনি কিশোর। এ নামেই গান করেছেন, পেয়েছেন জনপ্রিয়তা। গত শতকের নব্বইয়ের দশকে তার গাওয়া ‘কী ছিলে আমার বলো না তুমি’ গানটি ছড়িয়ে গিয়েছিল গোটা দেশে। সুরেলা কণ্ঠের সে শিল্পী চুপিসারেই চলে গেলেন। গত শনিবার রাতে রামপুরার বাসা থেকে তার মরদেহ উদ্ধার করেন পুলিশ কর্মকর্তারা। প্রাথমিক তদন্ত শেষে পুলিশ জানায়, চার-পাঁচ দিন আগেই মৃত্যু হয়েছে শিল্পীর। নীরব প্রস্থান হয়তো এমনই! এদিকে মনি কিশোরের মৃত্যুতে শোকাহত বিনোদন দুনিয়ার তারকারা। সংগীতশিল্পী, অভিনয়শিল্পীদের অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছেন শোক। কেউ কেউ করেছেন স্মৃতিচারণা। ওমর সানীও নিজের অনুভ‚তি প্রকাশ করলেন এই গায়ককে ঘিরে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ওমর সানী লিখেছেন, ‘মনি কিশোর আমার বন্ধু ছিল তার কয়েকটা গান আমার সাথে মিশে একাকার হয়েছিল। সব সময় ফোন দিত। সব সময় রাগ করে বলতাম, এত রাগ-অভিমান ভালো না গান কর। ও আমাকে বলত, শুধুই তোমার জন্য গান করব, বন্ধু চলে গেলা ফাঁকি দিয়ে।’ শেষে মনি কিশোরের জনপ্রিয় গানের লাইন তুলে ধরেছেন ওমর সানী। লিখেছেন, ‘কী ছিলে আমায় বলো না তুমি আছি তো আগেরই মতো এখনো আমি।’ ‘কী ছিলে আমার’ গানটি ওমর সানী ও মনি কিশোরকে এক সুতায় বেঁধেছে। কেননা গানটি ব্যবহার করা হয়েছিল ওমর সানী অভিনীত ‘কে অপরাধী’ সিনেমায়। তিনিই ঠোঁট মিলিয়েছিলেন। সিনেমাটি তুমুল জনপ্রিয়তা পেয়েছিল। অন্যদিকে গানটি দিয়ে গোটা দেশ আলোড়ন ফেলে দেন মনি কিশোর


এই বিভাগের আরো খবর