বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ১২:০৩ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

ক্যামেরন ডিয়াজ দশ বছর পর ফিরছেন

প্রতিনিধি: / ১৫৯ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০২৪

বিনোদন: হলিউডের জনপ্রিয় অভিনেত্রী ক্যামেরন ডিয়াজের ফেরার দিনক্ষন তৈরি। দীর্ঘ এক দশক পর পর্দায় ফিরছেন অভিনেত্রী। তার আসন্ন চলচ্চিত্র ‘ব্যাক ইন অ্যাকশন’ মুক্তি পাচ্ছে জানুয়ারিতেই। ২০১৪ সালে তিনটি সিনেমা মুক্তি পেয়েছিল ডিয়াজের। সে বছরই শেষবার ডিয়াজকে পর্দায় দেখা গিয়েছিল ‘অ্যানি’ সিনেমায়। তখনই রীতিমতো বলে কয়ে অভিনয় ছেড়ে দিয়েছিলেন জনপ্রিয় এই অভিনেত্রী। দুই বছর আগে অভিনয়ে ফেরার ঘোষণা দিলেন। সেই কামব্যাক সিনেমা ‘ব্যাক ইন অ্যাকশন’ মুক্তি পাচ্ছে অবশেষে। বন্ধু জেমি ফক্সের অনুরোধে তার সঙ্গেই অ্যাকশন চলচ্চিত্র দিয়ে ফিরছেন অভিনেত্রী। ডিয়াজ এর আগে ১৯৯৯ সালের স্পোর্টস ড্রামা ‘এনি গিভেন সানডে’ এবং ২০১৪ সালে ‘অ্যানি’র রিমেকে জেমি ফক্সের সাথে কাজ করেছেন। ২০১৪ সালে ‘অ্যানি’ ছিল অভিনেত্রীর সর্বশেষ চলচ্চিত্র। এরপর অভিনয় থেকে অবসর ঘোষণা করেন ক্যামেরন। তবে দীর্ঘ বিরতি শেষে আবার পর্দায় ফিরেছেন অভিনেত্রী। অবসর ভেঙে অবশেষে জেমি ফক্সের সাথে ‘ব্যাক ইন অ্যাকশন’-এ জুটি বেঁধেছেন। জেমি ফক্স দীর্ঘদিন ধরেই ক্যামেরনকে সিনেমাটি করার জন্য অনুরোধ করে আসছিলেন। শেষ পর্যন্ত ক্যামেরন নিজের প্রত্যাবর্তনের সিদ্ধান্ত নেন। এক দশক পর পর্দায় দেখা যাবে তাঁকে। আগামী বছর ১৭ জানুয়ারি নেটফ্লিক্সে মুক্তি পাবে ছবিটি। অভিনয়ে ফেরা প্রসঙ্গে ডিয়াজ জানান, অভিনেতা জেমি ফক্সকে ‘না’ করতে পারেননি তিনি। জেমির সঙ্গে ডিয়াজের সম্পর্কটা স্পেশাল।


এই বিভাগের আরো খবর