সর্বশেষ :
পাইকগাছা–কয়রা; বহু প্রতিশ্রুতির উপকূল এখনো বঞ্চনার ঢেউয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাটের চারটি আসনের দুই আসনে বিএনপির প্রার্থী চূড়ান্ত লক্ষ্ণীপুরে বিএনপি নেতার ঘরে তালা দিয়ে আগুন: ঘুমন্ত শিশু নিহত, দগ্ধ ৩ ধর্ম নিয়ে কটূক্তির ঘটনায় হত্যা করে লাশ পোড়ানো, গ্রেপ্তার ৭ নিথর দেহে দেশে ফিরলেন ছয় বাংলাদেশি শান্তিরক্ষী, রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় মানিক মিয়ায় ওসমান হাদির শেষ বিদায়, জানাজা ঘিরে কঠোর নিরাপত্তা ওসমান হাদির মৃত্যুতে পালিত হচ্ছে এক দিনের রাষ্ট্রীয় শোক অস্থির পরিস্থিতিতে শিল্পকলার সব আয়োজন বন্ধ ওসমান হাদির ময়নাতদন্ত সম্পন্ন, দুপুরে সংসদ ভবনে জানাজা লাঠি ভর দিয়ে চলা বৃদ্ধও আসামি:  মোরেলগঞ্জে হয়রানিমূলক মামলা  প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ  ও মানববন্ধন
শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ০৭:৪১ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

দশ বছর পর এক হলেন বাপ্পী-মাহি

প্রতিনিধি: / ৫৯ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫

সালমান-মৌসুমীর মতো দুজনেই বড় পর্দায় পা রেখেছিলেন এক সিনেমা দিয়ে। তারপর বেশকিছু ব্যবসা সফল সিনেমা উপহার দিয়েছেন তারা। শাকিব-অপু পরবর্তী ঢাকাই সিনেমার সবচেয়ে হিট জুটি বলা হতো তাদের। বলছি বাপ্পি চৌধুরী ও মাহিয়া মাহির কথা। ২০১২ সালে জাজ মাল্টিমিডিয়ার সিনেমা ‘ভালোবাসার রঙ’ দিয়ে তাদের যাত্রা শুরু হয়। প্রথম ছবিতেই তারা দর্শকের নজর কাড়েন। এরপর একসঙ্গে অভিনয় করেন ‘অন্যরকম ভালোবাসা’, ‘তবু ভালোবাসি’, ‘কি দারুণ দেখতে’, ‘অনেক সাধের ময়না’সহ বেশ কিছু হিট সিনেমায়। জুটি হিসেবেও তাদের রসায়ান জমে গিয়েছিল। ঠিক সেই সময়, অজানা কারণে একে অপরের সঙ্গে কাজ বন্ধ করে দেন তারা। এমনকি দেখা-সাক্ষাৎও বন্ধ হয়ে যায়। সর্বশেষ দুজনকে দেখা গিয়েছিল শাহানেওয়াজ শানু পরিচালিত ‘পলকে পলকে তোমাকে চাই’ সিনেমায়। এটি মুক্তি পায় ২০১৬ সালে। দীর্ঘদিনের এই দূরত্ব ঘুচল সম্প্রতি যুক্তরাষ্ট্রে। চিত্রনায়ক কাজী মারুফের বাসায় তার বিবাহবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে ১০ বছর পর মুখোমুখি হন বাপ্পি ও মাহি। পুরোনো সহশিল্পীকে কাছে পেয়ে দুজনেই আবেগাপ্লুত হয়ে পড়েন। আড্ডায় মেতে ওঠেন, স্মৃতিচারণ করেন এবং খুনসুটিতেও দেখা যায় তাদের। প্রায় চার মাস ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন মাহি। বাপ্পি সেখানে যান গত মাসে। দীর্ঘদিন পর দেখা হওয়া নিয়ে ফেসবুক লাইভে বাপ্পি বলেন, ‘আমি আর মাহি একসঙ্গে সিনেমায় অভিষেক করেছি। ও আমার খুব ভালো বন্ধু। মাঝে মাঝে ফোনে কথা হলেও দেখা হলো এক দশক পর। ওর সঙ্গে আমার অনেক স্মৃতি। ক্যারিয়ারের শুরুতে আমরা দারুণ সময় কাটিয়েছি। ওকে দেখে অনেক ইমোশনাল হয়ে গিয়েছিলাম।’ মাহিয়া মাহি বলেন, ‘অনেকদিন পর আমাদের দেখা হলো। সেও প্রায় ১০ বছর পর। শুটিংয়ের সময় আমরা এত মজা করতাম! ক্যামেরার সামনে দাঁড়ানোর সময় ছাড়া খুনসুটি লেগেই থাকত। এত বছর পর বাপ্পিকে দেখে আগের স্মৃতিগুলো খুব মনে পড়ছে। আমিও খুব আবেগাপ্লুত হয়ে গিয়েছিলাম।’ লাইভ চলাকালে একজন জানতে চান, আবার কবে পর্দায় দেখা যাবে এই জুটিকে। উত্তরে বাপ্পি বলেন, ‘যদি সুযোগ হয়, তাহলে অবশ্যই আবার একসঙ্গে কাজ করব আমরা।’ লাইভে দুজনকেই বেশ আন্তরিক ও স্বচ্ছন্দ দেখা যায়। শেষদিকে বাপ্পী গেয়ে শোনান ‘ভালোবাসার রঙ’ সিনেমার জনপ্রিয় গান ‘ভালোবাসার চেয়ে একটু বেশি’। মাহিও তাতে গলায় গলা মেলান।


এই বিভাগের আরো খবর