রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫, ০৬:৪১ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

বিজ্ঞাপনের শুটিং করতে গিয়ে আহত হলেন জুনিয়র এনটিআর

প্রতিনিধি: / ৮২ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫

ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা জুনিয়র এনটিআর আবারও আলোচনায়। সম্প্রতি একটি বিজ্ঞাপনের শুটিং করতে গিয়ে তিনি আহত হয়েছেন। যদিও তার দল থেকে জানানো হয়েছে, আঘাত সামান্য এবং তিনি এখন স্থিতিশীল। ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, গত শুক্রবার একটি বিজ্ঞাপনের শুটিং চলাকালীন তিনি আহত হন। সঙ্গে সঙ্গে তাকে নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা তাকে পরীক্ষা-নিরীক্ষা করে জানিয়েছেন, আঘাত গুরুতর নয় তবে দ্রুত সেরে ওঠার জন্য কয়েক সপ্তাহ সম্পূর্ণ বিশ্রামে থাকতে হবে। অভিনেতার দলের পক্ষ থেকে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে। সেখানে বলা হয়, ‘মি. জুনিয়র এনটিআর বিজ্ঞাপনের শ্যুটিংয়ের সময় সামান্য আঘাত পেয়েছেন। তবে আপাতত তিনি ভালো আছেন এবং তার অবস্থা স্থিতিশীল। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, তাকে আগামী কয়েক সপ্তাহ বিশ্রামে থাকতে হবে।’ বিবৃতিতে আরও বলা হয়, ‘আমরা সবাইকে আশ্বস্ত করতে চাই যে, তার আঘাত গুরুতর নয়। তাই কোনো ধরনের উদ্বেগের কারণ নেই। আমরা আন্তরিকভাবে দর্শক, সংবাদমাধ্যম এবং সাধারণ মানুষকে কোনো ধরনের অনুমাননির্ভর খবর বা তথ্য প্রচার থেকে বিরত থাকার অনুরোধ করছি।’ প্রসঙ্গত, কিছুদিন আগেই জুনিয়র এনটিআরের শারীরিক পরিবর্তন নিয়ে অনেক আলোচনা হয়েছিল। তার ওজন কমার বিষয়টি ভক্তদের মধ্যে উদ্বেগ তৈরি করে। তবে তার ফিটনেস প্রশিক্ষক কুমার মান্নভ তখন জানিয়েছিলেন, সম্পূর্ণ নিয়মতান্ত্রিক উপায়ে অভিনেতা ওজন কমিয়েছেন, যা স্বাস্থ্যের জন্য কোনো ঝুঁকির কারণ নয়। তার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘ওয়ার ২’। এই ছবির মাধ্যমেই বলিউডে তার অভিষেক ঘটে। এতে তিনি হৃতিক রোশনের বিপরীতে অভিনয় করেছেন। অয়ন মুখার্জির পরিচালিত ছবিটি বঙ্ অফিসে আশানুরূপ সাফল্য পায়নি। এটি বিশ্বব্যাপী ৩৬৪ কোটি টাকা এবং ভারতে মাত্র ২৩৬ কোটি টাকা আয় করে।

 


এই বিভাগের আরো খবর