দাড়ির জন্য বিখ্যাত তিনি। সেই ফেভারিট দাড়িই কেটে ফেললেন হলিউড তারকা জেসন মোমোয়া। আসন্ন সায়েন্স ফিকশন ছবি ‘ডুন: পার্ট থ্রি’-তে অভিনয়ের প্রস্তুতির অংশ হিসেবে এই পরিবর্তন এনেছেন তিনি। নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ভিডিও শেয়ার করেন। সেখানে দেখা যায়, বৈদ্যুতিক শেভারে ধীরে ধীরে দাড়ি কেটে ফেলছেন মোমোয়া। সে সময় তিনি চলচ্চিত্রের পরিচালক ডেনি ভিলনুভকে উদ্দেশ্য করে বারবার বলছেন, ‘শুধুমাত্র তোমার জন্যই, ডেনি।’ ভিডিওতে দাড়ি কাটার পর আয়নায় নিজের চেহারা দেখে প্রথম প্রতিক্রিয়া ছিল, ‘দারুণ! কিন্তু ঘৃণা করছি এটাকে!’ মোমোয়া জানান, ছয় বছর ধরে তিনি দাড়ি কাটেননি। যা তার পরিচিত রূপ হয়ে উঠেছিল ‘গেম অব থ্রোনস’-এ খল দ্রোগো কিংবা ‘আকোয়াম্যান’ চরিত্রে। এই দাড়ি কাটা শুধু চরিত্রের জন্য নয়, মোমোয়ার কাছে এটি একটি ব্যক্তিগত মুহূর্তও। কারণ তিনি বলেন, ‘আমি যখন আমার পানির ব্র্যান্ড ‘মানানালু’ শুরু করি, তখন থেকেই দাড়ি কাটি না।’ এই ব্র্যান্ডের মাধ্যমে তিনি প্লাস্টিক দূষণ কমানো, সাগর পরিষ্কার রাখা এবং স্থানীয় পানি উৎস ব্যবহারে মানুষকে উদ্বুদ্ধ করছেন। এই ভিডিও সামনে আসার পর মোমোয়ার নতুন চেহারা নিয়ে শুরু হয় সামাজিক মাধ্যমে নানা আলোচনা। অনেকেই পুরনো লুক ফিরে চমকে গেছেন। আবার কেউ কেউ বলছেন, ‘জেসনের মুখটাই যেন নতুন একটা চরিত্র।’ এদিকে ‘ডুন ৩’ ছবিতে আরেকটি চমকপ্রদ খবর জানালেন মোমোয়া নিজেই। তার ১৬ বছর বয়সী ছেলে নাকোয়া-উলফ মোমোয়া এই ছবিতে অভিনয় করছেন। জুলাইয়ের মাঝামাঝি ‘চিফ অব ওয়ার’ ছবির প্রিমিয়ারে এক সাক্ষাৎকারে মোমোয়া বলেন, ‘ও এবার জীবনের প্রথম চাকরিতে নামছে। তার জন্য এটা একটা নতুন অভিজ্ঞতা।’ তবে এই সুযোগ ছেলেকে তিনি দেননি বলেও পরিষ্কার করে বলেন মোমোয়া, ‘সবকিছু সে নিজে করেছে। আমি কোনো সাহায্য করিনি। ওর বয়সে আমি কিছুতেই এমনভাবে ডেনি ভিলনুভের সামনে দাঁড়াতে পারতাম না। আমি তো ১৯ বছর বয়সে ‘বেওয়াচ’-এ ছিলাম, আর সে ১৬-তেই নিজেকে প্রমাণ করছে।’ ডুন: পার্ট থ্রি-তে আগের তারকাদের মধ্যে রয়েছেন জেন্ডায়া ও টিমোথি চালামেট। যদিও কাহিনির বিস্তারিত কিছু এখনো প্রকাশ হয়নি তবে মোমোয়ার রূপান্তর ও তার ছেলের অন্তর্ভুক্তি ছবিটি ঘিরে আগ্রহ বাড়িয়ে দিয়েছে অনেকগুণ। ছবিটি মুক্তি পেতে যাচ্ছে ২০২৬ সালের ডিসেম্বর মাসে।