বিদেশ : ভিয়েতনামের উত্তরাঞ্চলীয় প্রদেশ দিয়েন বিয়েনে ভারি বৃষ্টিতে সৃষ্ট বন্যায় বেশ কয়েকজনের মৃত্যু ও নিখোঁজ হওয়ার খবর দিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম। শুক্রবার তিয়েন ফংয়ের প্রতিবেদনে বলা হয়েছে, কয়েক ঘণ্টার তুমুল বৃষ্টির পর বৃহস্পতিবার রাতে নিচু এলাকার অনেক বাড়িঘর প্লাবিত হয়, প্রদেশের পাহাড়ি অনেক এলাকায় দেখা দেয় হঠাৎ বন্যা ও ভূমিধস। এসব ঘটনায় সব মিলিয়ে ১৪ জনের মৃত্যু বা নিখোঁজ হওয়ার কথা জানিয়েছে তারা। বন্যার কারণে দিয়েন বিয়েনের অনেক অংশে যোগাযোগ ব্যবস্থা ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়েছে বলে প্রাদেশিক গণকমিটির এক বিবৃতির বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। হাং পু শি গ্রামে কাদার ধসে দুই শিশু চাপা পড়েছে, উদ্ধারকারীরা এখন পর্যন্ত তাদের মরদেহ খুঁজে পায়নি, বলা হয়েছে ওই বিবৃতিতে। প্রদেশটিতে ভারি বৃষ্টি অব্যাহত থাকায় উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে বলে গণমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে।