সর্বশেষ :
আসন ফিরিয়ে না দিলে বাগেরহাটকে বিচ্ছিন্ন করে দেওয়ার হুমকী বিএনপির দুই আগষ্ট বিজ্ঞানী আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের জন্মবার্ষিকীতে পাইকগাছায় নানা কর্মসূচি আঠারো মাইল থেকে কয়রা পর্যন্ত সড়ক সংস্কারের দাবীতে নাগরিক ফোরামের মানববন্ধন ও স্থানীয় প্রার্থীর দাবীতে বিক্ষোভ অনুষ্ঠিত  বন্যায় ভিয়েতনামের দিয়েন বিয়েনে মৃত্যু-নিখোঁজ ১৪ যুক্তরাজ্যে চ্যানেল পেরিয়ে রেকর্ড ২৫ হাজার অভিবাসী আফগানদের পাকিস্তান ত্যাগে নতুন নির্দেশ জারি রাশিয়ার হামলায় কিয়েভে দুই বছরের শিশুসহ নিহত ২৮ চীনে বন্যায় নিহত ৭০, স্ক্যান্ডিনেভিয়ায় তীব্র তাপপ্রবাহ ভূমিকম্পে চিলির খনি ধসে ১ জনের প্রাণহানি কানাডার পণ্যে ৩৫ শতাংশ শুল্ক বৃদ্ধিতে হতাশ কার্নি
শনিবার, ০২ অগাস্ট ২০২৫, ১২:১৩ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

কানাডার পণ্যে ৩৫ শতাংশ শুল্ক বৃদ্ধিতে হতাশ কার্নি

প্রতিনিধি: / ৭ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ১ আগস্ট, ২০২৫

বিদেশ : কানাডার যেসব পণ্য বিদ্যমান বাণিজ্য চুক্তির আওতায় পড়ে না, সেগুলোর ওপর ৩৫ শতাংশ শুল্ক বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। এই সিদ্ধান্তে কানাডার সরকার ‘হতাশ’ হয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী মার্ক কার্নি। খবর সিএনএনের। স্থানীয় সময় শুক্রবার মার্ক কার্নি বলেন, এই শুল্কের কারণে সামগ্রিকভাবে কানাডার বাণিজ্যে খুব বেশি ক্ষতি হবে না। কারণ, যুক্তরাষ্ট্র-মেক্সিকো-কানাডা মুক্ত বাণিজ্য চুক্তি (ইউএসএমসিএ) এখনও কার্যকর রয়েছে। এই চুক্তি অনুযায়ী, কানাডার পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের গড় শুল্ক হার এখনও অন্য যেকোনো দেশের তুলনায় কম। কার্নি জানান, ইউএসএমসিএ চুক্তির কারণে উত্তর আমেরিকায় তৈরি বেশিরভাগ পণ্য বিনা শুল্কে কেনা-বেচা হয়। কানাডার কেন্দ্রীয় ব্যাংকের হিসাব অনুযায়ী, কানাডার জ্বালানি পণ্যের ১০০ শতাংশ এবং অন্যান্য পণ্যের ৯৫ শতাংশ এই চুক্তির আওতায় পড়ে। তবে কার্নি আশঙ্কা প্রকাশ করে বলছেন, আমাদের অর্থনীতির কিছু খাত, যেমন কাঠ, ইস্পাত, অ্যালুমিনিয়াম ও গাড়ি ু এই নতুন শুল্কের কারণে অনেক ক্ষতিগ্রস্ত হবে। কানাডার প্রধানমন্ত্রী আরও বলেন, এইসব খাতের পণ্য রপ্তানির জন্য কানাডার সরকার নতুন বাজার খুঁজতে কাজ করবে। শুল্ক বৃদ্ধির বিষয়ে ট্রাম্পের দেওয়া যুক্তিরও সমালোচনা করেছেন কার্নি। ট্রাম্প এর আগে মাদক আমদানি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। এর জবাবে কার্নি বলেন, যুক্তরাষ্ট্রে যে পরিমাণ ফেন্টানিল ঢোকে, তার মাত্র ১ শতাংশ কানাডা থেকে যায়। আমরা এই পরিমাণ আরও কমানোর জন্য কঠোর চেষ্টা করছি। কার্নি দৃড়তার সঙ্গে বলেন, কানাডা আমাদের নিজেদেরই সবচেয়ে ভালো ক্রেতা হবে। অন্য কোনো দেশ যা কেড়ে নিতে পারে, তার চেয়ে আমরা নিজেদেরকে বেশি দিতে পারি, যদি আমরা কানাডার শ্রমিকদের দিয়ে আমাদের দেশ গড়ি এবং কানাডার সম্পদ ব্যবহার করি।


এই বিভাগের আরো খবর