ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে ২-১ ব্যবধানে পিছিয়ে ভারত। ওভালে সিরিজের পঞ্চম ও শেষ টেস্টটি জিততে না পারলে সিরিজ খোয়াবে শুভমান গিলের দল। গুরুত্বপূর্ণ এই টেস্টে ভারত পাচ্ছে না পেস আক্রমণের সেরা অস্ত্র জাসপ্রিত বুমরাহকে। বুমরাহর চোট শঙ্কা আছে। ভারত তাই কোনো ধরনের ঝুঁকি নিতে নারাজ। সিরিজ শুরুর আগেই অবশ্য ভারতীয় টিম ম্যানেজম্যান্ট জানিয়েছিল, বুমরাহকে সব টেস্টে খেলানো হবে না। তবে শেষ টেস্টের আগে ইংল্যান্ড খেল অপ্রত্যাশিত এক ধাক্কা। এই টেস্টে তারা পাচ্ছে না দলের অধিনায়ককেই। বেন স্টোকস চোটের কারণে ছিটকে পড়েছেন। তাই ওলি পোপকে অধিনায়ক করে একাদশ ঘোষণা করেছে ইংল্যান্ড। ম্যানচেস্টারে ড্র হওয়া চতুর্থ টেস্টে ব্যাটে-বলে সেরা পারফরমার ছিলেন বেন স্টোকস। তিনি ম্যাচসেরাও ছিলেন। ইংল্যান্ডের জন্য স্টোকসের ছিটকে পড়া নিঃসন্দেহে বড় ধাক্কা। আজ বুধবার বিকেল ৪টায় মাঠে নামছে ইংল্যান্ড ও ভারত।
শেষ টেস্টে ইংল্যান্ড একাদশ-
জ্যাক ক্রলি, বেন ডাকেট, ওলি পোপ (অধিনায়ক), জো রুট, হ্যারিব ব্রুক, জ্যাকব বেথেল, জেমি স্মিথ (উইকেটরক্ষক), ক্রিস ওকস, গুস এটকিনসন, জেমি ওভারটন, জশ টঙ।