আন্তর্জাতিক ডেস্ক: চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলের শিগাতসে শহরে গতকাল সোমবার ভোরে ৫ দশমিক ৭ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় ভোর ৫টা ১১ মিনিটে অনুভূত এই ভূমিকম্পটি ছিল ভূপৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার গভীরে, যা একে অগভীর ভূমিকম্প হিসেবে চিহ্নিত করেছে বিশেষজ্ঞরা। অগভীর ভূমিকম্প সাধারণত তীব্র ঝাঁকুনি সৃষ্টি করে এবং ক্ষয়ক্ষতির সম্ভাবনাও বেশি থাকে।
ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ২৯.০২ক্ক উত্তর অক্ষাংশ এবং ৮৭.৪৮ক্ক পূর্ব দ্রাঘিমাংশে। চীনের ভূমিকম্প প্রশাসন (সিইএ) জানিয়েছে, এখন পর্যন্ত কোনো প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে পরিস্থিতি পর্যবেক্ষণে জরুরি উদ্ধারকারী দল পাঠানো হয়েছে এবং স্থানীয় প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে।
বিশেষজ্ঞরা জানিয়েছেন, ভূমিকম্পের গভীরতা অল্প হওয়ায় পরবর্তীতে আফটারশক বা হালকা কম্পনের সম্ভাবনা রয়েছে। স্থানীয়দের সাবধানতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে। অনেক বাসিন্দা ঝাঁকুনির পর আতঙ্কে বাড়িঘর ছেড়ে বাইরে এসে আশ্রয় নেন।
সাম্প্রতিক ভূমিকম্পটি তীব্রতা ও বিস্তারগত দিক থেকে বড় কোনো ক্ষতি না করলেও এলাকাবাসীর মনে আবারও জাগিয়ে দিয়েছে চলতি বছরের জানুয়ারিতে টিংরি কাউন্টিতে ঘটে যাওয়া ভয়াবহ ভূমিকম্পের স্মৃতি। সেই ভূমিকম্প ছিল ৬ দশমিক ৮ মাত্রার এবং এতে প্রাণ হারিয়েছিলেন ১২০ জনেরও বেশি মানুষ। উল্লেখযোগ্যভাবে, টিংরি শহরটি বর্তমান ভূমিকম্পকবলিত শিগাতসে থেকে প্রায় ২৪০ কিলোমিটার দূরে অবস্থিত।
ভূমিকম্পের পরই চীনের জরুরি ব্যবস্থাপনা বিভাগ ও ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র সক্রিয় হয়। তীব্রতা অনুসারে স্থানীয় পর্যায়ে সম্ভাব্য ক্ষয়ক্ষতি নিরূপণ ও উদ্ধার তৎপরতা জোরদার করা হয়েছে। যদিও এখনো কোনো প্রাণহানি হয়নি, তবু প্রশাসন আগাম সতর্কতা হিসেবে স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকতে অনুরোধ জানিয়েছে।
https://www.kaabait.com