আন্তর্জাতিক ডেস্ক: বিশ্ববাজারে আবারও বড় ধরনের দরপতনের মুখে পড়েছে স্বর্ণের দাম। যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে চলমান উচ্চপর্যায়ের বাণিজ্য আলোচনায় ইতিবাচক অগ্রগতির প্রেক্ষাপটে বিনিয়োগকারীদের দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন আসায় মূল্যবান এই ধাতুটির বাজারে পড়েছে এই ধাক্কা।
রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে, গতকাল সোমবার আন্তর্জাতিক বাজারে স্পট গোল্ডের দাম প্রতি আউন্সে ১.৪ শতাংশ কমে দাঁড়িয়েছে ৩,২৭৭.৮৪ ডলারে। একইসঙ্গে ফিউচার মার্কেটেও স্বর্ণের দাম ২ শতাংশ কমে প্রতি আউন্স ৩,২৭৯.২০ ডলারে নেমে এসেছে।
বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে সুইজারল্যান্ডে অনুষ্ঠিত সর্বশেষ আলোচনায় একটি বাণিজ্য চুক্তির বিষয়ে ‘গুরুত্বপূর্ণ ঐকমত্য’ হয়েছে বলে দুই পক্ষই জানিয়েছে। মার্কিন পক্ষ জানিয়েছে, তারা বাণিজ্য ঘাটতি কমানোর দিকে অগ্রসর হচ্ছে। চীনের উপ-প্রধানমন্ত্রী হি লাইফেং জানিয়েছেন, গতকাল সোমবার জেনেভায় যৌথ বিবৃতি প্রকাশ করা হবে।
বিশ্ব অর্থনীতিতে দুটি বড় শক্তির মধ্যকার সম্পর্ক উন্নয়নের ইঙ্গিত বিনিয়োগকারীদের মধ্যে আশার সঞ্চার করেছে। ফলে ডলার সূচক বেড়েছে এবং নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণের প্রতি নির্ভরতা কিছুটা হ্রাস পেয়েছে। রিলায়েন্স সিকিউরিটিজের বিশ্লেষক জিগার ত্রিবেদী বলেন, “ডলারের শক্তিশালী অবস্থান এবং বাণিজ্য আলোচনার অগ্রগতি-এই দুটি বিষয় স্বর্ণের বাজারে সরাসরি প্রভাব ফেলেছে।”
তিনি আরও আশঙ্কা প্রকাশ করে বলেন, “বর্তমান পরিস্থিতি অব্যাহত থাকলে স্বর্ণের দাম আরও কমে আউন্সপ্রতি ৩,২০০ ডলারে নামতে পারে।”
এদিকে, আন্তর্জাতিক বাজারে দরপতনের প্রভাব পড়েছে দেশের স্বর্ণবাজারেও। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) টানা দুই দফায় স্বর্ণের দাম কমিয়েছে। সর্বশেষ ১০ মে, ভরিপ্রতি স্বর্ণের দাম ১,০৫০ টাকা কমিয়ে ২২ ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৭০ হাজার ৭৬০ টাকা। নতুন এই দাম ১১ মে থেকে কার্যকর হয়েছে।
বর্তমানে দেশের বাজারে স্বর্ণের দামের হালনাগাদ চিত্র নিম্নরূপ:
ঙ্ ২২ ক্যারেট: ১,৭০,৭৬০ টাকা/ভরি
ঙ্ ২১ ক্যারেট: ১,৬৩,০০৪ টাকা/ভরি
ঙ্ ১৮ ক্যারেট: ১,৩৯,৭১১ টাকা/ভরি
ঙ্ সনাতন পদ্ধতি: ১,১৫,৫৩২ টাকা/ভরি
বিশ্ববাজারে স্বর্ণের দাম প্রভাবিত হয় বৈশ্বিক রাজনীতি, অর্থনৈতিক স্থিতিশীলতা এবং মুদ্রানীতির ওপর। ফলে বিনিয়োগকারীরা সবসময়ই আন্তর্জাতিক গতিপ্রকৃতি পর্যবেক্ষণ করে থাকেন। তাই এই দরপতন স্থায়ী না সাময়িক-তা বোঝার জন্য পরিস্থিতি আরও কিছুদিন পর্যবেক্ষণ করতে হবে।
https://www.kaabait.com