• মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০৮:৫৪

বোয়িং ৭৪৭-৮ বিমান উপহার নিচ্ছেন ট্রাম্প?

প্রতিনিধি: / ২৭ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ১২ মে, ২০২৫

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কাতারের রাজপরিবারের কাছ থেকে বিলাসবহুল বোয়িং ৭৪৭-৮ বিমান উপহার হিসেবে নেওয়ার পরিকল্পনায় রয়েছেন-এমন খবর সামনে আসার পর যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অঙ্গনে তীব্র বিতর্ক শুরু হয়েছে।
ট্রাম্প নিজেই সম্প্রতি তার সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ এই পরিকল্পনার ইঙ্গিত দিয়ে বলেন, “প্রতিরক্ষা বিভাগ বিনা মূল্যে একটি ৭৪৭ বিমান পাচ্ছে, যা অস্থায়ীভাবে এয়ার ফোর্স ওয়ানের বিকল্প হিসেবে ব্যবহৃত হবে।” বিমানটি বর্তমানে কাতার সরকারের মালিকানাধীন এবং মূল্য প্রায় ৪০০ মিলিয়ন মার্কিন ডলার বা প্রায় ৫ হাজার কোটি টাকা।
বিমানটিকে এবিসি নিউজের প্রতিবেদন ‘উড়ন্ত প্রাসাদ’ হিসেবে বর্ণনা করেছে। বিশালাকৃতির এই জাম্বো জেটটি অভ্যন্তরীণভাবে রাজকীয়ভাবে সাজানো এবং অত্যাধুনিক প্রযুক্তিতে সজ্জিত। ট্রাম্প প্রশাসন চাইছে, এটি মার্কিন বিমানবাহিনীর কাছে হস্তান্তরিত হোক এবং পরে ট্রাম্পের প্রেসিডেন্সিয়াল লাইব্রেরিতে অন্তর্ভুক্ত করা হোক-যাতে এটি ব্যক্তিগত উপহার হিসেবে গণ্য না হয়।
তবে ট্রাম্পের সমালোচকরা এই উদ্যোগকে কেবল অনৈতিকই নয়, বরং সংবিধানবিরোধী বলে অভিহিত করেছেন।
ডেমোক্র্যাট সিনেট নেতা চাক শুমার এক বিবৃতিতে বলেন, “এটি কেবল ঘুষই নয়, বরং সর্বোচ্চ মাত্রার বিদেশি প্রভাব। কাতারের সৌজন্যে দেওয়া এই বিমান উপহার ‘আমেরিকা ফার্স্ট’ নীতির পরিহাস।”
যুক্তরাষ্ট্রের সংবিধান অনুযায়ী, কোনো সরকারি কর্মকর্তা বিদেশি রাষ্ট্র থেকে উপহার গ্রহণ করতে পারেন না, যদি না কংগ্রেসের অনুমোদন থাকে। এই অবস্থান থেকে সুশাসন নিয়ে কাজ করা সংগঠন সিটিজেনস ফর রেসপনসিবিলিটি অ্যান্ড এথিকস উদ্বেগ প্রকাশ করেছে।
সংগঠনটির মুখপাত্র জর্ডান লিবোভিটজ বলেন, “একটি দেশ যেখানে প্রেসিডেন্টের ব্যক্তিগত ব্যবসায়িক স্বার্থ জড়িত, সেই দেশ যদি রাষ্ট্রপ্রধানের সঙ্গে বৈঠকের ঠিক আগে বিলিয়ন ডলারের উপহার দেয়, তাহলে সেটিকে কি আমরা স্রেফ ‘উপহার’ বলতে পারি?”
হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট অবশ্য এ নিয়ে স্বচ্ছতা বজায় রাখার প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি বলেন, “বিদেশি উপহার গ্রহণের ক্ষেত্রে সব প্রযোজ্য আইন অনুসরণ করা হচ্ছে এবং এটি কোনো ব্যক্তিগত সুবিধা অর্জনের বিনিময়ে নয়।”
কাতার সরকারের পক্ষ থেকেও বলা হয়েছে, উপহার দেওয়ার বিষয়টি এখনও বিবেচনাধীন রয়েছে। কাতারের মুখপাত্র আলি আল-আনসারি জানান, “বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি। আলোচনা চলমান রয়েছে।”
প্রেসিডেন্ট থাকাকালেই ট্রাম্প বোয়িংয়ের সঙ্গে দুটি আধুনিক ৭৪৭-৮ বিমানের জন্য চুক্তি করেছিলেন, যা ২০২৭ সালের মধ্যে সরবরাহ করার কথা। তবে উপহার হিসেবে আসা এই বিমানটি সে পরিকল্পনার বাইরেই নতুন বিতর্কের জন্ম দিয়েছে।
এই বিতর্কের মধ্যেই ট্রাম্প চলতি সপ্তাহে মধ্যপ্রাচ্য সফরের অংশ হিসেবে কাতার সফরে যাচ্ছেন। যদিও এ সফরেই বিমান হস্তান্তরের ঘটনা ঘটবে কিনা, তা এখনও অনিশ্চিত।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com