বৃহস্পতিবার, ০৮ জানুয়ারী ২০২৬, ০৫:১২ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

নাবিলা ‘তুফান’ সিনেমায় নায়িকা হচ্ছেন

প্রতিনিধি: / ৩৫৭ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ১১ মার্চ, ২০২৪

বিনোদন: শাকিব খানের ‘তুফান’ সিনেমার নায়িকা যে কলকাতার মিমি চক্রবর্তী হচ্ছেন, সেই খবর সংবাদমাধ্যমকে জানিয়েছিল চলতি বছরের ১৯ ফেব্রুয়ারি।সোমবার এসেছে সেটার আনুষ্ঠানিক ঘোষণা। সঙ্গে জানানো হয়েছে, এই সিনেমায় আরও থাকছেন ‘আয়নাবাজি’র নাবিলা। জানা গেছে, মিমি চক্রবর্তী কাজটি নিয়ে বেশ উচ্ছ¡সিত। চরকির কাছে তিনি বলেন, ‘বাংলাদেশে আমার প্রায় যাওয়া হয়। কখনও কাজে কখনও বা ঘুরতে। সেখানে কাজ করাটা আমার জন্য সবসময় আনন্দের। সেই সাথে বাংলাদেশের সুপারস্টার শাকিব খানের সাথে এটাই আমার প্রথম সিনেমা হতে যাচ্ছে। দুই দেশের তিনটি প্রযোজনা প্রতিষ্ঠান এক হয়েছে এই সিনেমার মধ্যে দিয়ে। সব মিলিয়ে আমি দারুণ এক্সসাইটেড। দর্শকও দুর্দান্ত কিছু পেতে যাচ্ছে।’ অন্যদিকে ‘আয়নাবাজি’ সিনেমা দিয়ে দর্শকের মনে দাগ কেটে ছিলেন নাবিলা। এই সিনেমার দীর্ঘ বিরতির পর ফের বড় পর্দায় ফিরছেন। এ ব্যাপারে নাবিলা বলেন, ‘এক রকমের আনন্দ তো কাজ করছেই। সেই সাথে এতো দিন পর বড় পর্দায় ফেরার একটা উত্তেজনাও আছে। এখন শুটিং শেষ করে দর্শক পর্যন্ত পৌঁছানোর প্রক্রিয়া ভালোভাবে শেষ হলে তবেই আমরা সার্থক।’ রায়হান রাফীর পরিচালনায় ‘তুফান’ প্রযোজনা করছে যৌথভাবে এসভিএফ, আলফা আই ও চরকি।

 


এই বিভাগের আরো খবর