রবিবার, ০২ নভেম্বর ২০২৫, ০২:২২ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

ইনস্টাগ্রাম রিলসের সময় বাড়ানোর ঘোষণা দিলো

প্রতিনিধি: / ১২৭ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ২৪ জানুয়ারী, ২০২৫

বর্তমানে ইনস্টাগ্রামে ৯০ সেকেন্ড অর্থাৎ দেড় মিনিটের বেশি রিলস বানানো যায় না। ফলে ব্যবহারকারীদের বাধ্য হয়েই সংক্ষেপে ভিডিও সম্পূর্ণ করতে হয়। ইউজারদের চাহিদার প্রাধান্য দিয়ে এবার রিলসের সময় বাড়ানোর ঘোষণা দিয়েছে ইনস্টাগ্রাম। সংস্থাটির প্রধান অ্যাডাম মোসেরি জানিয়েছেন, নতুন ফিচার আসছে ইনস্টাগ্রামে। ব্যবহারকারীরা সর্বোচ্চ ৩ মিনিটের রিলস তৈরি করতে পারবেন। তিনি বলেন, আপনারা এখন তিন মিনিট পর্যন্ত রিলস আপলোড করতে পারবেন। আগে ৯০ সেকেন্ড সময়সীমা দেওয়ার কারণ, আমরা সংক্ষিপ্ত ভিডিওর অভিজ্ঞতা উন্নত করতে চেয়েছিলাম। কিন্তু আমরা প্রতিক্রিয়া শুনেছি যে যারা দীর্ঘ গল্প শেয়ার করতে চান তাদের জন্য এটি খুবই ছোট। তাই সময়সীমা বাড়ানোর ফলে আরও গভীরভাবে গল্প বলার সুযোগ পাবেন ব্যবহারকারীরা। এদিকে সম্প্রতি টিকটকও ব্যবহারকারীদের তিন মিনিটের দীর্ঘ ভিডিও পোস্ট করার অনুমতি দেয়। এর পরই ইনস্টাগ্রাম এমন ফিচার আনার ঘোষণা করল।


এই বিভাগের আরো খবর