সর্বশেষ :
ভেনিজুয়েলার তেলবাহী ট্যাংকার অবরোধের নির্দেশ ট্রাম্পের ভিসা নিষেধাজ্ঞায় আরো ৭ দেশকে যুক্ত করল যুক্তরাষ্ট্র, ১ জানুয়ারি থেকে কার্যকর ইমরান খানের সঙ্গে দেখা করতে পাকিস্তান যাচ্ছেন দুই ছেলে গাজায় একটি বাড়ির ধ্বংসস্তূপ থেকে একই পরিবারের ৩০ জনের লাশ উদ্ধার ‘বন্ডি রাব্বি’কে হারিয়ে শোক ও আতঙ্কে সিডনির ইহুদি সমপ্রদায় ২০২৫ সালে বিশ্বব্যাপী কয়লার চাহিদা রেকর্ড উচ্চতায় পৌঁছানোর সম্ভাবনা : আইইএ শতাধিক ব্যক্তির বিরুদ্ধে মামলা করতে যাচ্ছে মিয়ানমারের জান্তা ঘাম ঝরিয়ে গুয়াদালাহারার বিপক্ষে জয় পেলো বার্সা ফিফার বর্ষসেরা ‘দ্য বেস্ট’ হলেন দেম্বেলে কলকাতায় বিশৃঙ্খলার জন্য মেসিকেই দায়ী করলেন গাভাস্কার
বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, ১২:৪২ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

হোয়াটসঅ্যাপের মেটা এআইতে রয়েছে যেসব সুবিধা

প্রতিনিধি: / ২৪০ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪

আইটি: মেটা স¤প্রতি হোয়াটসঅ্যাপে নতুন এআই এসিস্ট্যান্স চালু করেছে, যেখানে ব্যবহারকারীর পছন্দ, অপছন্দ এবং প্রয়োজন অনুযায়ী পরিষেবাগুলোকে আরও কাস্টমাইজ করা হয়েছে। এই ফিচার কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে ব্যবহারকারীর সঙ্গে গভীর সংযোগ স্থাপন এবং তাদের ব্যক্তিগত চাহিদা মেটাতে সহায়ক ভ‚মিকা পালন করে। ওয়েবিটা ইনফোর এক প্রতিবেদন অনুসারে, মেটার এআই এখন ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্যও মনে রাখতে পারবে। যেমন, ইউজারের জন্মদিন, প্রিয় খাবার, অ্যালার্জি সম্পর্কিত তথ্য, প্রিয় লেখক ইত্যাদি বিভিন্ন বিষয় এআই-এর মেমোরিতে সংরক্ষণ করা সম্ভব হবে। এর ফলে, ভবিষ্যতে কৃত্রিম বুদ্ধিমত্তা আরও স্বতঃস্ফ‚র্তভাবে ব্যবহারকারীর সঙ্গে সংযোগ স্থাপন করতে সক্ষম হবে। তবে এই ফিচার সম্পূর্ণরূপে ব্যবহারকারীর নিয়ন্ত্রণে থাকবে। ব্যবহারকারী ইচ্ছেমতো এসব তথ্য মুছে দিতে পারবেন কিংবা প্রয়োজন অনুযায়ী আপডেট বেছে নিতে পারবেন। স¤প্রতি হোয়াটসঅ্যাপে নতুন এআই চ্যাটবট ফিচারও যুক্ত করা হয়েছে। প্রতিষ্ঠানটি এই চ্যাটবটে আরও আকর্ষণীয় ফিচার যুক্ত করার পরিকল্পনা করছে। গত মাসেই মেটা এআইতে ভয়েস মোড ফিচার যুক্ত হওয়ার খবর পাওয়া গেছে, যা ব্যবহারকারীর ইনপুট থেকে আরও বিস্তারিত অভিজ্ঞতা প্রদান করতে সক্ষম। এআই ব্যবহারকারীর প্রতিদিনের কথাবার্তা এবং প্রতিক্রিয়া বিশ্লেষণ করে তাদের পছন্দের তথ্য, সংবাদ, ভিডিও বা ছবি কী ধরনের হতে পারে তা অনুমান করতে পারে। যেমন, কারো কথোপকথনের ধরন, প্রতিক্রিয়া এবং প্রিয় কনটেন্টের ওপর ভিত্তি করে তাদের পছন্দ-অপছন্দ সম্পর্কে আরও বিশদভাবে জানতে পারে। এর পাশাপাশি, মেটা এআই কন্টেক্সট বুঝে বিভিন্ন বিষয়ে প্রতিক্রিয়া বিশ্লেষণ করে সময়ের সাথে আরও কার্যকরভাবে নির্ধারণ করতে পারে ব্যবহারকারী কোন ধরনের তথ্য বা সাহায্য চান। এমনকি ব্যবহারকারীদের গোপনীয়তার বিষয়ে সর্বোচ্চ সুরক্ষা প্রদান নিশ্চিত করা হয়েছে এবং এ-সংক্রান্ত সম্পূর্ণ নিয়ন্ত্রণও ব্যবহারকারীর হাতে। ফলে, তারা চাইলেই তাদের ব্যক্তিগত তথ্য মুছে ফেলতে বা কাস্টমাইজেশন সীমাবদ্ধ করতে পারবেন। চ্যাটবটের মাধ্যমে মেটা এআই বিভিন্ন রেসিপি, পণ্য বা কন্টেন্টের সুপারিশ প্রদান করে ব্যবহারকারীর অভিজ্ঞতা আরও উন্নত করতে সক্ষম।


এই বিভাগের আরো খবর