 
						আন্তর্জাতিক ডেস্ক: ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য রিও গ্র্যান্ডে ডো সুলে বন্যায় মৃত্যের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৮ জনে। স্থানীয় কর্তৃপক্ষ গত রোববার জানিয়েছে, বন্যায় ১ লাখ ১৫ হাজারেরে বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। জানা যায়, এ বারের বিপর্যয় ১৯৪১ সালের ভয়ঙ্কর বন্যাকেও ছাপিয়ে গিয়েছে। রিও গ্র্যান্ডে ডো সুলে ছাড়াও দক্ষিণাংশের কয়েকটি শহরে জলস্তর ১৫০ বছরের রেকর্ড ভেঙে দিয়েছে। দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে উদ্ধার প্রচেষ্টা নিয়ে আলোচনা গত রোববার সকালে রিও গ্র্যান্ডে ডো সুলে পৌঁছেছেন। রাজ্যের গভর্নর এডুয়ার্ডো লেইট বলেছেন, ‘এটি একটি যুদ্ধ পরিস্থিতি এবং যুদ্ধ-পরবর্তী ব্যবস্থার প্রয়োজন হবে।’ স্বেচ্ছাসেবকরা চলমান উদ্ধার প্রচেষ্টায় সহায়তা করেছেন। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে। রবিবারেও ১০৫ জনের নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। রাজ্য বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষের মতে, এর আগের দিন সংখ্যাটি ছিল ৭০ জন। উরুগুয়ে এবং আর্জেন্টিনার সীমান্তবর্তী রাজ্যের প্রায় ৫০০টি শহরের দুই-তৃতীয়াংশের বেশি গত কয়েকদিনের ঝড়ে বন্যার প্রভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে। লাগাতার বৃষ্টির জেরে বিপদসীমার ওপর দিয়ে বইছে সান্তা মারিয়া নদীর জল। ভেসে গিয়েছে নদীর ওপরে থাকা সেতুটিও। রাজধানী পোর্তো অ্যালেগ্রির ওপর দিয়ে বয়ে যাওয়া গুয়াইবা নদীর তীরেও ভাঙন দেখা দিয়েছে। বন্যায় বেশ কয়েকটি শহরের রাস্তা ও সেতু ধ্বংস হয়ে গেছে। বৃষ্টির কারণে একটি ছোট জলবিদ্যুৎ কেন্দ্রে ভ‚মিধসসহ অন্য আরো একটি বাঁধের আংশিক অংশ ধসে পড়েছে। গত রোববার সন্ধ্যায় ৪ লাখের বেশি মানুষ বিদ্যুৎবিহীন ছিল। এ ছাড়া রাজ্যের মোট জনসংখ্যার প্রায় এক তৃতীয়াংশ মানুষ পানিবিহীন অবস্থায় রয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। সূত্র: আলজাজিরা