 
						রিপন মাহমুদ, পিরোজপুর : দেশব্যাপী স্বতন্ত্র নার্সিং প্রশাসন এবং নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরকে
বিলুপ্ত করে অন্য অধিদপ্তরের সঙ্গে একীভূত করার উদ্যোগের প্রতিবাদে পিরোজপুরে
মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে পিরোজপুর জেলা হাসপাতাল প্রাঙ্গণে বাংলাদেশ
নার্সেস অ্যাসোসিয়েশন (বিএনএ), বাংলাদেশ মিডওয়াইফারি সোসাইটি
(বিএমএস) ও সরকারি কর্মচারী কল্যাণ পরিষদ (ডিজিএমএন) পিরোজপুর জেলা শাখার
উদ্যোগে এই মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা হাসপাতালের সিনিয়ার স্টাফ নার্স ও বিএনএ জেলা শাখার
সভাপতি কল্পনা রানী দাস, সহ-সভাপতি নিশাত সুলতানা, নার্সিং ইনস্টিটিউটের
ইনস্ট্রাক্টর ইনচার্জ বেবি রায় ও শিক্ষার্থী প্রতিনিধি আবু সাঈদসহ জেলা
হাসপাতালের নার্স, মিডওয়াইফ, প্রশিক্ষক ও সংশ্লিষ্ট কর্মকর্তারা।
বক্তারা বলেন, “গত ৪৮ বছরে নার্সিং প্রশাসন ও মিডওয়াইফারি অধিদপ্তর দেশের
স্বাস্থ্যসেবার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এই দুটি স্বতন্ত্র অধিদপ্তর
বিলুপ্ত করে একীভূত করা হলে নার্সিং পেশার স্বাধীনতা ও উন্নয়নের অগ্রযাত্রা
বাধাগ্রস্তহবে।”
তাঁরা আরও বলেন, “সরকারের উচিত স্বাস্থ্যসেবার মান উন্নয়নের স্বার্থে নার্সিং ও
মিডওয়াইফারি অধিদপ্তরকে আরও শক্তিশালী ও আধুনিকায়ন করা, একীভূত নয়।