 
						বিদেশ :চলতিমাসেরল্যুভর (ল্য ম্যুজে দ্যু লুভ্র) জাদুঘরেরঅলংকারডাকাতিরঘটনায়ফরাসিপুলিশ এক মূল সন্দেহভাজনসহ আরো পাঁচজনকে গ্রেফতারকরেছে। প্যারিসেরপ্রসিকিউটরগতকাল বৃহস্পতিবার এ তথ্য জানান।মূল সন্দেহভাজন ব্যক্তি সম্পর্কে লরে বেকুউবলেন, ‘আমরাতাকে আমাদেরনজরে রেখেছিলাম।’তিনিআরওবলেন, আনুমানিক ১০২ মিলিয়নডলার মূল্যেরলুটপাটহওয়া কোনোজিনিষইপাওয়াযায়নি।ডিএনএপ্রমাণেরভিত্তিতেমূল সন্দেহভাজনকেচুরির সঙ্গে যুক্ত বলে শনাক্ত করা হয়েছে। বেকুউবলেন, ওই মূল সন্দেহভাজন ব্যক্তি ১৯ অক্টোবরেরডাকাতিরচার সদস্যের দলের একজনছিলবলে ইঙ্গিত পাওয়া গেছে।তিনি আরো বলেন, পুলিশ হেফাজতে থাকাঅন্যান্য ব্যক্তি ঘটনাপ্রবাহসম্পর্কে আমাদের আরো তথ্য দিতেপারেন।খবর বার্তাসংস্থা এএফপি’র।গত বুধবারপ্যারিস ও এর আশপাশেরএলাকায়, বিশেষকরেফরাসিরাজধানীরঠিকবাইরের সেইন-সেন্ট-ডেনিসঅঞ্চল থেকে এই পাঁচজনকেআটক করা হয়।প্রসিকিউটররাজানান,‘শনিবারআটক দুই সন্দেহভাজনকেবুধবারচুরি ও অপরাধমূলকষড়যন্ত্রেরঅভিযোগ করা হলে, তারাঅভিযোগআংশিক স্বীকারকরেছে।’বিচারেরআগেতাদেরআটকরাখাহয়েছে।বেশ ক’জন গোয়েন্দা চার জন চোরকেখুঁজছে, যারাজাদুঘরেরপ্রথমতলারগ্যালারিতেপ্রবেশকরেআটটিমূল্যবানগয়নানিয়েপালিয়েযায়।জাদুঘর থেকে চুরিযাওয়াএসবঅলংকারেরমধ্যে রয়েছেপ্রথম নেপোলিয়নের স্ত্রী সম্রাজ্ঞী মেরি-লুইসকে দেওয়াএকটিপান্না ও হীরার নেকলেস এবং প্রায় ২০০০ হীরাদিয়ে সজ্জিত সম্রাজ্ঞীইউজেনিরএকটিমুকুট।