 
						বিদেশ :সৈন্য নিয়োগসংকট মোকাবেলায় গত আগস্টে চলাচলেরওপরনিষেধাজ্ঞাশিথিল করার পর থেকে প্রায় ১ লাখতরুণ ইউক্রেন ছেড়ে গেছে। গতবুধবারপলিটিকোইউরোপ এবং দ্য টেলিগ্রাফেরপ্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।পোলিশবর্ডারগার্ডের তথ্য উদ্ধৃত করেসংবাদমাধ্যমগুলোজানিয়েছে, সেপ্টেম্বর এবং অক্টোবরে ১৮ থেকে ২২ বছরবয়সী ৯৮ হাজার ৫০০ ইউক্রেনীয়সীমান্ত অতিক্রম করেছে। আর আগেজানুয়ারি থেকে আগস্টের শেষেরমধ্যে মাত্র ৪৫ হাজার ৩০০ জন সীমান্ত অতিক্রম করেছিল।রুশসংবাদমাধ্যমআরটিরপ্রতিবেদনঅনুসারে, রাশিয়ানবাহিনীরকাছে ক্রমাগতব্যাপক ক্ষয়ক্ষতি এবং এলাকা হারানোরকারণেসামরিকবাহিনীকে‘পরিপূর্ণ করতে’হিমশিমখাচ্ছে ইউক্রেন।প্রতিবেদনে বলা হয়, লোকবলসংকটেঅফিসাররারাস্তায়সামরিকবয়সীপুরুষদেরওপরঅতর্কিতআক্রমণচালাচ্ছেন এবং তাদেরভ্যানেউঠিয়ে দিচ্ছেন – এমনঅনেকভিডিও সোশ্যালমিডিয়ায়ভাইরালহয়েছে।সামনেরসারিতে থাকা ইউক্রেনীয়কমান্ডাররাঅভিযোগকরেছেন, সৈন্য সংকটেরকারণেরাশিয়ান সৈন্যরাসুরক্ষিত অবস্থানজুড়ে‘অনুপ্রবেশ’করতেপারছে।