 
						বিদেশ :সিরিয়ারউত্তরাঞ্চলীয়আলেপ্পোরকাছেএকটিসামরিক অবস্থানেসশস্ত্র বিরোধীদের জোট সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্সেসের (এসডিএফ) হামলায় দুই সেনানিহতহয়েছেন। গত বুধবারের এই হামলায়আরওএকজন গুরুতরআহতহয়েছেন।রাষ্ট্র পরিচালিতসিরিয়ান আরব নিউজএজেন্সি (সানা) জানিয়েছে, এসডিএফ-এর ছোড়াএকটিগাইডেড ক্ষেপণাস্ত্র পূর্ব আলেপ্পোরতিশ্রিনবাঁধেরকাছেএকটি সেনা অবস্থানেআঘাতহানে।দেশটিরপ্রতিরক্ষামন্ত্রণালয় এই আক্রমণকেসরকার এবং এসডিএফেরমধ্যে পূর্ববর্তী বোঝাপড়া ও চুক্তির স্পষ্টলঙ্ঘনহিসাবেবর্ণনাকরেছে।এক বিবৃতিতেমন্ত্রণালয়বলেছে, ‘এসডিএফপূর্ববর্তীসমস্তসমঝোতা এবং চুক্তি প্রত্যাখ্যানকরেচলেছে, সেনা অবস্থানগুলোকে লক্ষ্য করে এবং কর্মীদেরহত্যাকরে সেগুলোউপেক্ষাকরেচলেছে।’৯ অক্টোবর একই এলাকায়এসডিএফেরআক্রমণেএকজনসিরিয়ান সৈন্য নিহত এবং কয়েকজনআহতহন।আলেপ্পোর আল-আশরাফিয়াহ এবং শেখমাকসুদ এলাকায়সশস্ত্র সংঘর্ষের পর প্রতিরক্ষামন্ত্রীমুরহাফ আবু কাসরা এবং এসডিএফকমান্ডারমাজলুমআবদি উত্তর ও উত্তর-পূর্ব সিরিয়ায়তাৎক্ষণিকযুদ্ধবিরতিতে সম্মত হওয়ারতিনদিন পর নতুনহামলাহলো।তুর্কিভিত্তিকআনাদোলুএজেন্সিজানিয়েছে, এসডিএফ-এর ওপরসশস্ত্র গোষ্ঠীওয়াইপিজি-এর আধিপত্য রয়েছে – যারাপিকেকে’রসিরিয়ানশাখা।১০ মার্চ সিরিয়ার প্রেসিডেন্টআল-শারাএসডিএফকেরাষ্ট্রীয়প্রতিষ্ঠানের সঙ্গে একীভূত করার জন্য একটি চুক্তি ঘোষণা করেন। তিনি দেশের আঞ্চলিকঅখণ্ডতারওপর জোর দেন এবং যে কোনোবিচ্ছিন্নতাবাদীপরিকল্পনাপ্রত্যাখ্যানকরেন। তবে এই গোষ্ঠীটিএকাধিকবার চুক্তি লঙ্ঘনকরেছে।