সর্বশেষ :
এসপি রশিদিয়া মাধ্যমিক বিদ্যালয় : মোরেলগঞ্জে ১৯ বছর পরে উৎসব মুখর   পরিবেশে অভিভাবক সদস্য নির্বাচন বাড়ি ফেরা হলো না ভিক্ষুক সোহরাব আলীর- সড়ক দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু পাইকগাছায় বিদ্যালয়ের পাশে পোল্ট্রি ফার্মে দুর্গন্ধে পাঠদান ব্যাহত — প্রশাসনের হস্তক্ষেপ দাবি নার্সিং প্রশাসন একীভূতকরণের প্রতিবাদে পিরোজপুরে মানববন্ধন জাল স্বাক্ষরে পদত্যাগপত্র তৈরীর অভিযোগ, বাতিল হয়েছে এমপিও ১৫ বছর ধরে নীজ কর্মস্থল থেকে বিতাড়িত অধ্যক্ষ দিদারুল ইসলাম বাগেরহাটে পৌর যুবদলের বর্ণাঢ্য শোভাযাত্রা মোরেলগঞ্জ শ্রমিক  দলের  সাধারণ সম্পাদকের  পিতার ইন্তেকাল আফগানিস্তানকেভারতের‘দালাল‘বললেনপাকিস্তানেরমন্ত্রী টমেটোর পর পেঁয়াজেরবাজারেআগুন, চরম ভোগান্তিতেপাকিস্তানের ক্রেতারা মোরেলগঞ্জে পঞ্চাশ ঊর্ধ্ব বৃদ্ধের ওপর হামলা: দাড়ি টেনে ছেঁড়ায় ধর্মীয় অনুভূতিতে আঘাত, ন্যায়বিচার দাবি এলাকাবাসীর
শনিবার, ০১ নভেম্বর ২০২৫, ০৩:৩৭ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

এসপি রশিদিয়া মাধ্যমিক বিদ্যালয় : মোরেলগঞ্জে ১৯ বছর পরে উৎসব মুখর   পরিবেশে অভিভাবক সদস্য নির্বাচন

প্রতিনিধি: / ৯ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫

এম.পলাশ শরীফ,  বাগেরহাট  প্রতিনিধি:   বাগেরহাটের মোরেলগঞ্জে সন্ন্যাসী পশুরবুনিয়া রশিদিয়া মাধ্যমিক বিদ্যালয়ে দীর্ঘ ১৯ বছর পরে উৎসব মুখর পরিবেশে গণতান্ত্রিক পদ্ধতিতে ভোটেরর মাধ্যমে অভিভাবক সদস্য পদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০ টায় অনুষ্ঠানিকভাবে ভোট গ্রহন শুরু করে বিকেল ৪টায় একটানা ভোট শেষ হয়। প্রিজাডিং অফিসারের দায়িত্বে ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. শহিদুল ইসলাম।  সাধারণ অভিভাবক সদস্য পদে ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দীতা করেছেন। এদের মধ্যে ৪ জন নির্বাচিত হয়েছেন তারা হলেন আলমঙ্গীর বয়াতি ১৭৭, আব্দুল জলিল আকন ১৫৯, মো. জলিল হাওলাদার ১৫৯ এবং মাহফুজ ১৫৭ ভোট  পেয়ে নির্বাচিত হয়েছে। এ ছাড়াও সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য পদে ২ জন, ফেরদৌসি আক্তার ও মোসা: রিনা বেগম প্রতিদন্দীতা করেছেন। এর মধ্যে ১৬০ ভোট পেয়ে রিনা বেগম নির্বাচিত হয়েছে। বিদ্যালয়ে অভিভাবক  মোট ভোটার ৪১৭ এর মধ্যে ২৯৭ ভোট কাস্ট হয়েছে।
বিদ্যালয়ের সভাপতি অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মুছাফকাক্কা মিয়া বলেন, তিনি এ বিদ্যালয়ে প্রধান শিক্ষক থাকাকালিন ২০০৬ সালে একবার এ রকম ভোটের মাধ্যমে অভিভাবকরা তাদের সদস্য নির্বাচিত করেছিলেন। পর ১৯ বছর পরে পুনরায় অভিভাকরা তাদের ভোটাধিকার প্রয়োগ করলেন।

জেলা বিএনপির সদস্য বাগেরহাট-৩, মোরেলগঞ্জ-শরণখোলা ও কচুয়া আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশী মনিরুল হক ফরাজী এলাকার অভিভাবক হিসেবে প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, দেশের সাধারণ মানুষ র্দীঘ বছর জাতীয় সংসদ নির্বাচন থেকে স্থানীয় নির্বাচনে তাদের পছন্দমত প্রার্থীকে ভোট দিতে পারেনি। বিগত আওয়ামী লীগ সরকারের এক দলীয় শাসন ব্যবস্থায় পরিচালতি হয়েছে গোটা দেশ। বিএনপি এদেশের মানুষের ভোটাধিকার ফিরিয়ে এনেছে। নিজের দল থেকে ইতোমধ্যে গণতান্ত্রিক প্রতিক্রিয়ায় ভোটের মাধ্যমে তৃনমুল নেতা নির্বাচিত করেছেন।

এসপি রশিদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সমির রঞ্জন হালদার বলেন, অনেক বছর পরে বিদ্যালয়ের অভিভাবকরা তাদের পছন্দমত প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করছেন। এখানে প্যানেলভুক্ত নয়। নির্বাচিতরা বিদ্যালয়ের সার্বিক উন্নয়নকল্পে অভিভাবক প্রতিনিধি হিসেবে কাজ করবেন।#


এই বিভাগের আরো খবর