মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫, ০২:৪৪ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

প্রত্যেকের মাঝে শিল্পবোধ থাকাটা অত্যন্ত প্রয়োজন : মোশাররফ করিম

প্রতিনিধি: / ২ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫

বিনোদন:নাটক, সিনেমা বা সংগীত শুধু বিনোদনের অনুষঙ্গ নয়; বরং তা মানুষের আবেগ, মনন ও যাপনের দিকটিও দেখায়। তাই জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম মনে করেন, শিল্পবোধ প্রতিটি মানুষের মধ্যে থাকা জরুরি। একটি পডকাস্টে অতিথি হিসেবে হাজির হয়ে এই অভিনেতা বলেন, সবাইকে শিল্পী হতে হবে এমন কোনো কথা নেই, কিন্তু প্রত্যেকের মাঝে শিল্পবোধ থাকাটা অত্যন্ত প্রয়োজন। উদাহরণ টেনে অভিনেতা বলেন, আজ মানুষের মধ্যে শিল্পবোধ থাকলে বুড়িগঙ্গার পানি এত দূষিত হতো না। কারণ, যার ভেতরে সুন্দরের বোধ আছে, সে কখনোই পানিতে ময়লা ফেলে তা নষ্ট করতে পারতো না। বর্তমান সময়ে শিল্প-সংস্কৃতির প্রয়োজনীয়তা নিয়ে অনেকের মনেই প্রশ্ন জাগে- বাংলাদেশের মতো বৃহৎ জনগোষ্ঠীর মধ্যে শিল্পবোধ বা অভিনয়, নাটক, সিনেমা, গান, সংস্কৃতির দরকারটা কি? নিজের অভিজ্ঞতার আলোকে মোশাররফ করিম বলেন, অভিনয় করতে গিয়ে প্রতিদিন শিখেছি, সৎ মানুষ হতে হবে। এসবের মধ্য থেকেই আমাদের ব্যক্তিত্ব তৈরি হয়ে যায়। উদাহরণও পাওয়া যাবে না, যে একজন প্রকৃত শিল্পী কোনো ধ্বংসাত্মক কোনো কাজ করেছে বা সন্ত্রাসী হয়েছে। কাজেই আমি চাই, সকল মানুষ শিল্পী না হলেও তার মধ্যে শিল্পবোধটুকু থাকুক।


এই বিভাগের আরো খবর