সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫, ০৮:৫৭ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

এখনই মুক্তি পাচ্ছে না ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’র ট্রেলার

প্রতিনিধি: / ২ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫

বিনোদন:মার্ভেল প্রেমীদের জন্য দুঃসংবাদ। ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ সিনেমার প্রথম ট্রেলার এখনই মুক্তি পাচ্ছে না। সম্প্রতি মাইটাইম টু শাইনএইচ জানিয়েছে, ট্রেলারটি ২০২৬ সালে মুক্তি পাবে। সূত্রটি জানাচ্ছে, বর্তমান পরিকল্পনা অনুযায়ী জানুয়ারির মাঝামাঝি বা শেষে এটি প্রকাশ হতে পারে। বিশেষ করে এখন মূল ফোকাস ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’ সিনেমার উপর। তবে ছুটির মৌসুমে ট্রেলার আসার সম্ভাবনা ছিল, যা শেষ পর্যন্ত হয়নি। কিন্তু জানা গেছে, ফিল্মের পরিচালক ডেস্টিন ড্যানিয়েল ক্রেটন ফের ‘স্পাইডার-ম্যান ৫’ পরিচালনা করবেন। এতে করে তিনি শাং-চি এবং লেজেন্ড অফ দ্য টেন রিংস সিক্যুয়েলের পেছনে থাকবেন না বলে অনুমান করা যাচ্ছে। অভিনয় সংক্রান্ত কিছু গুঞ্জনও এসেছে। রিপোর্ট অনুযায়ী, স্যাডি সিঙ্ক এর চরিত্র একটি অ্যাকশন দৃশ্যে ‘ডিপার্টমেন্ট অফ ড্যামেজ কন্ট্রোল’ এর গার্ডদের উপর মানসিক নিয়ন্ত্রণ করে ব্যবহার করবেন। যদিও এখনো স্পষ্ট নয় তিনি ঠিক কোন চরিত্রে থাকবেন। ডেস্টিন ড্যানিয়েল ক্রেটন সম্প্রতি একটি ইনস্টাগ্রাম পোস্টে বলেছেন, ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’তে কাজ করা আমার জীবনের সবচেয়ে বড়, সবচেয়ে সন্তোষজনক অভিজ্ঞতা ছিল। আমি আমাদের অসাধারণ অভিনেতা ও ক্রুদের ধন্যবাদ জানাই, যারা এই চরিত্রগুলিকে জীবন্ত করে তুলেছেন। আর অবশ্যই টম হল্যান্ডের জন্য তার বন্ধুত্ব, পরিশ্রম এবং নেতৃত্বের জন্য। ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ পরিচালনা করেছেন ডেস্টিন ড্যানিয়েল ক্রেটন। স্ক্রিপ্ট লিখেছেন ক্রিস ম্যাককেনা ও এরিক সোমার্স। টম হল্যান্ডের সঙ্গে কাস্টে আছেন- জন বার্নথাল (দ্য পানিশার), মার্ক রাফেলো (দ্য হাল্ক), জেন্ডায়া (এমজে), স্যাডি সিঙ্ক, মাইকেল মান্ডো (দ্য স্কর্পিয়ন), ট্রামেল টিলম্যান, মারভিন জোন্স থ্রী (টোম্বস্টোন), জ্যাকব বাতালন (নেড লিডস), লিজা কোলন-যাজাস, ফ্লোরেন্স পিউ (ইয়েলেনা বেলোভা)। সব ঠিক থাকলে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ ২০২৬ সালের ৩১ জুলাই মুক্তি পাবে।


এই বিভাগের আরো খবর