ইউটিউব দুনিয়ার অতি পরিচিত মুখ এবং ভ্রমণভিত্তিক কনটেন্ট ক্রিয়েটর ‘অ্যাডাম দ্য উ’ আর নেই। ফ্লোরিডায় নিজ অ্যাপার্টমেন্ট থেকে তার নিথর দেহ উদ্ধার করা হয়। ৫১ বছর বয়সী এই তারকার প্রকৃত নাম ডেভিড অ্যাডাম উইলিয়ামস। মার্কিন সংবাদমাধ্যম পিপল নিশ্চিত করেছে যে, ওসসিওলা কাউন্টি শেরিফ দপ্তর এই মৃত্যুর খবরটি যাচাই করেছে। অ্যাডামের কোনো সাড়াশব্দ না পেয়ে তার এক পরিচিত ব্যক্তি উদ্বিগ্ন হয়ে ওঠেন। তিনি মই ব্যবহার করে তৃতীয় তলার অ্যাপার্টমেন্টের জানালা দিয়ে ভেতরে উঁকি দিলে অ্যাডামকে বিছানায় নিথর অবস্থায় পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে দ্রুত জরুরি উদ্ধারকারী দল সেখানে পৌঁছালেও তাকে বাঁচানো সম্ভব হয়নি। পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্তে কোনো ধরনের সহিংসতা বা ধস্তাধস্তির চিহ্ন পাওয়া যায়নি। তবে মৃত্যুর আসল রহস্য উদ্ঘাটনে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ২০০৯ সালে ইউটিউবে যাত্রা শুরু করলেও অ্যাডাম মূলত ২০১২ সাল থেকে নিয়মিত ভিডিও তৈরি করে খ্যাতি পান। তার ঝুলিতে ছিল টানা পাঁচ বছর প্রতিদিন ভ্লগ আপলোড করার এক অবিশ্বাস্য রেকর্ড। যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যের সবকটি ঘুরে বেড়ানো এই পর্যটক ডিজনিল্যান্ড ও ডিজনি ওয়ার্ল্ডের ওপর বিশেষ দক্ষতার কারণে ভক্তদের কাছে ‘ডিজনি বিশেষজ্ঞ’ হিসেবে পরিচিত ছিলেন। পরিত্যক্ত শহর, ভুতুড়ে বাড়ি ও ইতিহাসের অজানা অধ্যায় ছিল তার ভিডিওর মূল আকর্ষণ। অ্যাডামের মৃত্যুর খবরে বিশ্বজুড়ে তার কোটি ভক্ত ও সহকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। তার ঘনিষ্ঠ বন্ধু জাস্টিন স্কার্ড এক আবেগঘন বার্তায় বলেন, “পৃথিবী আজ একজন নক্ষত্রকে হারাল, আর আমি হারালাম আমার চেয়েও আপন কাউকে।” উল্লেখ্য, মৃত্যুর মাত্র এক দিন আগে তিনি ফ্লোরিডার বড়দিনের আলোকসজ্জা নিয়ে একটি প্রাণবন্ত ভিডিও প্রকাশ করেছিলেন। হাস্যোজ্জ্বল চেহারার সেই ভিডিওটিই যে তার শেষ স্মৃতি হয়ে থাকবে, তা কল্পনাও করতে পারেননি