বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫, ০৩:৫০ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

চীনে গাড়ি দুর্ঘটনায় শিশুসহ নিহত ৮

প্রতিনিধি: / ৮ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫

বিদেশ : চীনের দক্ষিণ-পূর্বাঞ্চলে একটি গাড়ি (এসইউভি) নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে গেলে কয়েকজন শিশুসহ আটজন নিহত হয়েছেন। রাষ্ট্রীয় গণমাধ্যম গতকাল বুধবার এ খবর জানিয়েছে। বেইজিং থেকে বার্তাসংস্থা এএফপি এ খবর জানায়। গত মঙ্গলবার বিকেলে সাংহাইয়ের প্রায় ৪৮০ কিলোমিটার পশ্চিমে গ্রামীণ পেংজে কাউন্টিতে দুর্ঘটনাটি ঘটে। এলাকাটি ছোট ছোট জলাশয় ও খাল-বিলের জন্য পরিচিত। রাষ্ট্রীয় দৈনিক পিপলস ডেইলি প্রেসের অধীনের প্রকাশনা ‘নিউ সিকিউরিটি’ জানায়, বৃষ্টির কারণে পিচ্ছিল হয়ে যাওয়া ঢালু সড়কে গাড়িটি নিয়ন্ত্রণ হারায়। প্রতিবেদনে বলা হয়, সাত আসনের ওই এসইউভিটি সাধারণত এলাকার একটি বেসরকারি কিন্ডারগার্টেনের শিশুদের পরিবহনে ব্যবহার করা হতো। দুর্ঘটনার সময় গাড়িটিতে কিন্ডারগার্টেনের একাধিক শিশু ছিল বলে স্থানীয় কর্মকর্তাদের উদ্ধৃত করে জানানো হয়েছে। কাউন্টির নিরাপত্তা কর্তৃপক্ষের এক বিবৃতিতে বলা হয়, নিহত আটজনের মধ্যে চালকও রয়েছেন। তিনি ৪৯ বছর বয়সী লুও পদবির এক নারী। অন্য নিহতদের বিষয়ে বিস্তারিত জানানো হয়নি। ঘটনার তদন্ত চলছে। নিউ সিকিউরিটির প্রতিবেদনে এক স্থানীয় বাসিন্দার উদ্ধৃতি দিয়ে বলা হয়, তার এক বন্ধুর চার বছর বয়সী সন্তানও নিহতদের মধ্যে রয়েছে।


এই বিভাগের আরো খবর