রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ১২:৩১ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

আলাভেসের বিপক্ষে ১২ জনকে না পাওয়ার শঙ্কায় রেয়াল মাদ্রিদ

প্রতিনিধি: / ১ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫

স্পোর্টস: প্রবল চাপে থাকা শাবি আলোন্সোর জন্য বাড়তি দুর্ভাবনা হতে পারে খেলোয়াড়দের চোট ও নিষেধাজ্ঞা। দেপোর্তিভো আলাভেসের বিপক্ষে নিয়মিতদের খেলোয়াড়দের মধ্যে ১২ জনকে না পাওয়ার শঙ্কায় রেয়াল মাদ্রিদ কোচ। অনুশীলনে ফিরেছেন কিলিয়ান এমবাপে। তবে হাঁটুতে চোটের পাশাপাশি হাতের আঙুল ভাঙায় ফরাসি ফরোয়ার্ডের খেলা এখনও নিশ্চিত নয়। একটি সূত্রের বরাত দিয়ে ইএসপিনের প্রতিবেদনে বলা হয়েছে, আলাভেসের বিপক্ষে এমবাপের খেলার সম্ভাবনা খুব কম। গত কয়েক দিন সতীর্থদের সঙ্গে অনুশীলন করেননি তিনি। তবে, হাঁটুর সমস্যা কমলে দলের সঙ্গে ভ্রমণ করতে পারেন আসরের সর্বোচ্চ গোলদাতা। চোটের জন্য ট্রেন্ট অ্যালেকজ্যান্ডার-আর্নল্ড, দানি কার্ভাহাল, ডাভিড আলাবা, ফেরলঁদ মঁদি ও এদের মিলিতাওকে পাবেন না আলোন্সো। সঙ্গে নিষেধাজ্ঞার জন্য আলাভেস ম্যাচ থেকে ছিটকে গেছেন ফ্রান গার্সিয়া ও আলভারো কারেরাস। সাত ডিফেন্ডারের অনুপস্থিতিতে একাদশ সাজাতে রিজার্ভ দলের দিকে হাত বাড়াতে হতে পারে রেয়াল কোচকে।
আলোন্সোর জন্য দুঃসংবাদ শেষ নয় এখানেই। দুই মিডফিল্ডার এদুয়ার্দো কামাভিঙ্গা ও ফেদে ভালভের্দে এবং দুই ডিফেন্ডার আন্টোনিও রুডিগার ও ডিন হাউসেনও অনিশ্চিত আলাভেসের বিপক্ষে। লা লিগায় আগামীকাল রোববারের এই ম্যাচ ভীষণ গুরুত্বপূর্ণ হতে পারে আলোন্সোর জন্য। শীর্ষে থাকা বার্সেলোনার চেয়ে চার পয়েন্টে পিছিয়ে আছে তার দল। লিগে সবশেষ পাঁচ ম্যাচের মাত্র একটি জিতেছে রেয়াল।

 


এই বিভাগের আরো খবর