রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ১২:০৭ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

ইউরোভিশনে ইসরায়েলের অংশগ্রহণ, ট্রফি ফিরিয়ে দেবেন দুইজন বিজয়ী

প্রতিনিধি: / ০ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫

বিদেশ : ১৯৯৪ সালে ইউরোভিশন গানের প্রতিযোগিতায় জয়ী আয়ারল্যান্ডের চার্লি ম্যাকগেটিগান জানিয়েছেন, এই প্রতিযোগিতায় ইসরায়েলের অব্যাহত অংশগ্রহণের প্রতিবাদে তিনি তার ট্রফিটি ফিরিয়ে দেবেন। গত বছরের চ্যাম্পিয়ন সুইস গায়ক নিমো গত বৃহস্পতিবার একই ঘোষণা দিয়েছেন। গতকাল শনিবার এক প্রতিবেদনে আনাদোলু এজেন্সি জানিয়েছে, ম্যাকগেটিগান একটি ভিডিও বার্তায় বলেছেন, তিনি ইউরোভিশনের আয়োজনকারী ইউরোপীয় সমপ্রচার ইউনিয়নের কাছে ট্রফিটি পাঠানোর পরিকল্পনা করছেন। নিমোর ট্রফি ফেরতের পরিকল্পনার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আমি আমার ট্রফিটিও ফিরিয়ে দিতে চাই।’ ইউরোভিশন বিশ্বের অন্যতম বড় সঙ্গীত উৎসব। ১৯৫৬ সাল থেকে এটি প্রতি বছর ইউরোপিয়ান ব্রডকাস্টিং ইউনিয়ন আয়োজন করে। গাজায় গণহত্যাকারী ইসরাইলকে ইউরোভিশন মঞ্চে জায়গা দেয়ার প্রতিবাদে ইউরোপজুড়ে ব্যাপক প্রতিবাদ দেখা যায়। এই সঙ্গীত প্রতিযোগিতা বর্জন করে আয়ারল্যান্ড, স্পেন, নেদারল্যান্ডস, স্লোভেনিয়াসহ অন্যান্যরা। গত বৃহস্পতিবার নিমো বলেছেন, ‘যখন দেশগুলো এসব প্রত্যাহার করে নেয়, তখন স্পষ্ট হওয়া উচিত যে, কিছু একটা গভীর ভুল আছে।’ একটি ইনস্টাগ্রাম ভিডিওতে নিমো মাইক্রোফোন আকৃতির কাচের ট্রফিটি ধরে বলেন, ‘আজ আমার আর মনে হচ্ছে না যে। এই ট্রফিটি আমার র‌্যাকে থাকতে পারে।’ তিনি উল্লেখ করেন, ইউরোভিশন বলে যে, তারা ঐক্য, অন্তর্ভুক্তি এবং সকল মানুষের মর্যাদার পক্ষে। গাজায় যুদ্ধ পরিচালনার পরিপ্রেক্ষিতে ইসরায়েলের অংশগ্রহণ দেখায় যে, এই আদর্শগুলো ইউরোভিশন আয়োজকদের সিদ্ধান্তের সঙ্গে সাংঘর্ষিক। প্রসঙ্গত, ২০২৫ সালের প্রতিযোগিতা সুইজারল্যান্ডের বাসেলে অনুষ্ঠিত হয়, যেখানে অস্ট্রিয়ান গায়ক জেজে জয়লাভ করেন। আগামী বছরের ইউরোভিশন মে মাসে ভিয়েনায় অনুষ্ঠিত হবে। ইউরোভিশনের ঐতিহ্য অনুযায়ী, বিজয়ী দেশটি পরের বছর আয়োজন করে।

 


এই বিভাগের আরো খবর