রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ১২:০৭ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

রাখাইনের হাসপাতালে বিমান হামলার বিষয়ে যা জানাল জান্তা

প্রতিনিধি: / ০ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫

বিদেশ : মিয়ানমারের রাখাইন রাজ্যের ম্রাউক-উ জেনারেল হাসপাতালে বিমান হামলায় সাধারণ নাগরিক হত্যার অভিযোগ অস্বীকার করেছে সামরিক জান্তা। গতকাল শনিবার এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। খবর বার্তা সংস্থা এএফপির। এর আগে গত বুধবার গভীর রাতের ওই হামলায় ৩০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছিল বলে খবর পাওয়া যায়। রাষ্ট্রীয় গণমাধ্যম গ্লোবাল নিউ লাইট অফ মিয়ানমারে (জিএনএলএম) প্রকাশিত এক প্রতিবেদনে জান্তা দাবি করেছে, যারা নিহত বা আহত হয়েছে তারা বেসামরিক নাগরিক নয়। বরং তারা সন্ত্রাসী এবং তাদের সহযোগী। জান্তা আরও বলছে, তারা আরাকান আর্মি (এএন) ও পিপলস ডিফেন্স ফোর্সেস (পিডিএফ) জঙ্গিদের ঘাঁটি হিসেবে ব্যবহৃত ভবনগুলোতে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা এবং সন্ত্রাস-বিরোধী অভিযান চালিয়েছে। অন্যদিকে এই হামলায় ৩৩ জন নিহত ও ৭৬ জন আহত হয়েছে বলে দাবি করেছে রাখাইন রাজ্যের প্রায় পুরোটা নিয়ন্ত্রণকারী বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী আরাকান আর্মি। ত্রাণকর্মীরা জানিয়েছেন, নিহতদের মধ্যে স্বাস্থ্যকর্মী ও রোগীও ছিলেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান জানিয়েছেন, হাসপাতালের অপারেটিং রুম ও প্রধান ইনপেশেন্ট ওয়ার্ড সম্পূর্ণরূপে ধ্বংস হয়েছে। ২০২১ সালের অভ্যুত্থানের পর থেকে জান্তা বাহিনী বিমান হামলার সংখ্যা বাড়িয়ে দিয়েছে বলে সংঘাত পর্যবেক্ষকরা জানিয়েছেন। বৃহস্পতিবারের এই হামলার ঘটনার নিন্দা জানিয়েছে জাতিসংঘ। সংস্থাটি বলছে, এই হামলা যুদ্ধাপরাধের পর্যায়ে পড়তে পারে।


এই বিভাগের আরো খবর