রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ১২:০৭ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

জ্বালানির দাম বাড়ালো ইরান

প্রতিনিধি: / ০ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫

বিদেশ : অতিরিক্ত ব্যবহার নিয়ন্ত্রণ ও চোরাচালান দমনে অধিকাংশ ব্যবহারকারীর জন্য ভর্তুকিপ্রাপ্ত পেট্রলের দাম বাড়িয়েছে ইরান। গতকাল শনিবার থেকেই বাড়তি দাম কার্যকর হবে বলে জানিয়েছেন দেশটির সরকারের এক মুখপাত্র। ওপেকভুক্ত এই দেশটি জনরোষ উসকে না দিয়ে ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা নিয়ন্ত্রণের চেষ্টা করছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। পৃথিবীর অনেক দেশের তুলনায় ইরানে পেট্রল খুব সস্তা। দীর্ঘদিন ধরেই দাম বাড়াতে চাইলেও সরকার তা করেনি। কারণ এতে ২০১৯ সালে দেখা দেওয়া ব্যাপক জন অসন্তোষ বা বিক্ষোভের পুনরাবৃত্তি হতে পারে—যা রাষ্ট্রীয়ভাবে দমন করা হয়েছিল—এমন আশঙ্কা ছিল। সরকারি মুখপাত্র ফাতেমেহ মোহাজেরানি রাষ্ট্রীয় টেলিভিশনে বলেন, গতকাল শনিবার থেকে অ্যাম্বুলেন্স ছাড়া অধিকাংশ যানবাহনকে প্রতি লিটার ৫০ হাজার রিয়াল দরে (মুক্তবাজার হারে প্রায় ৪ মার্কিন সেন্ট) পেট্রল কিনতে হবে। রাষ্ট্রীয় টেলিভিশন জানায়, নতুন এই উচ্চমূল্য মাসে ১৬০ লিটারের বেশি জ্বালানি প্রয়োজন হয়—এমন ব্যবহারকারীদের লক্ষ্য করে নির্ধারণ করা হয়েছে। অন্য চালকেরা এখনও প্রতি লিটার ১৫ হাজার রিয়াল দরে সর্বোচ্চ ৬০ লিটার এবং অতিরিক্ত প্রতি লিটার ৩০ হাজার রিয়াল দরে আরও ১০০ লিটার পেট্রল কিনতে পারবেন। মোহাজেরানি বলেন, এই মূল্যবৃদ্ধির লক্ষ্য হলো জ্বালানির অপ্রয়োজনীয় বা অতিরিক্ত ব্যবহার নিয়ন্ত্রণ করা এবং চোরাচালান মোকাবিলা করা। তিনি আরও জানান, ট্যাঙ্রি জন্য নির্ধারিত কোটা অপরিবর্তিত থাকবে।


এই বিভাগের আরো খবর