রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০১:২৮ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

৪ পয়েন্টে এগিয়ে থাকাকে গুরুত্ব দিচ্ছেন না বার্সেলোনা কোচ

প্রতিনিধি: / ১ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫

স্পোর্টস: রেয়াল মাদ্রিদের চেয়ে চার পয়েন্টে এগিয়ে থাকাকে মোটেও গুরুত্ব দিচ্ছেন না বার্সেলোনা কোচ হান্সি ফ্লিক। তার মতে, মৌসুমের বাকি সময়ে মনোযোগী থাকার সত্যিকারের পরীক্ষা এখন তাদের সামনে। ১৬ রাউন্ড শেষে ১৩ জয় ও এক ড্রয়ে ৪০ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা। ১১ জয় ও তিন ড্রয়ে ৩৬ পয়েন্ট নিয়ে দুই নম্বরে রেয়াল। টেবিলের ১৫ নম্বরে থাকা ওসাসুনার বিপক্ষে শনিবার খেলবে বার্সেলোনা। এর আগের দিন সংবাদ সম্মেলনে এগিয়ে থাকাকে বড় করে না দেখার কথা বললেন ফ্লিক। “সামনে অনেক লম্বা পথ। এখন ডিসেম্বর, সামনে অনেক খেলা বাকি। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো নিজেদের খেলার উন্নতি করা। কিছু ক্ষেত্রে আমরা আরও ভালো করতে পারি। সঠিক মনোভাব হবে, এরই মধ্যে আমরা যা পেয়েছি তা নিয়ে সন্তুষ্ট না হওয়া। আমাদের এগিয়ে যেতে হবে।” রেয়াল সব প্রতিযোগিতা মিলিয়ে সবশেষ আট ম্যাচের মাত্র দুটিতে জিতেছে। শনিবার তাদের সঙ্গে ব্যবধান আরও বাড়িয়ে নেওয়ার সুযোগ বার্সেলোনার সামনে। এদিকেই মনোযোগ দিচ্ছেন ফ্লিক। বার্সেলোনা অধিনায়ক ও অভিজ্ঞ গোলরক্ষক মার্ক-আন্ড্রে টের স্টেগেন চোট কাটিয়ে ফিরেছেন। আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টের বিপক্ষে স্কোয়াডে ছিলেন তিনি। তবে গত মৌসুমে এস্পানিওল থেকে আসা তরুণ গোলরক্ষক হোয়ান গার্সিয়া এরই মধ্যে পোস্টে নিজের জায়গা পাকা করে নিয়েছেন।
চলতি মৌসুমে এখনও কোনো ম্যাচে খেলেননি ৩৩ বছর বয়সী টের স্টেগেন। গত জুলাইয়ে পিঠে চোট পেয়ে মাঠের বাইরে চলে যান তিনি। পরে ক্লাবের সঙ্গে ঝামেলায়ও জড়ান। পরে অবশ্য ঝামেলা মিটে যায়। দীর্ঘমেয়াদী চিকিৎসা নিতে ছুটিতে যান তিনি। এতে লা লিগার নিয়মে প্রবল আর্থিক চাপে থাকা বার্সেলোনা কিছুটা স্বস্তি পায়।
২৪ বছর বয়সী গার্সিয়া সব প্রতিযোগিতা মিলিয়ে ১৩ ম্যাচে খেলেছেন। একাদশে তার জায়গা নিয়ে কোনো সংশয়ের সুযোগ দেখেন না বার্সেলোনা কোচ। “হোয়ান এখন এক নম্বর। দুই বা তিন নম্বর কে, তা নিয়ে আমি কোনো কথা বলব না। হোয়ান খেলবে, তার ওপর আমাদের আস্থা আছে। তাকে বদলানোর কোনো ভাবনা আমার নেই। সে খুব ভালো করছে।”

 


এই বিভাগের আরো খবর