রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ১২:০৭ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

তেলবাহী ট্যাংকার জব্দ করল ইরান, বাংলাদেশিসহ ১৮ ক্রু আটক

প্রতিনিধি: / ০ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫

বিদেশ : ওমান উপসাগরে বিপুল পরিমাণ চোরাই ডিজেলবাহী একটি ট্যাংকার জাহাজ জব্দ করেছে ইরানের কোস্টগার্ড বাহিনী। ইরানের সংবাদমাধ্যম শুক্রবার থেকে শনিবার রাতে ওমান উপসাগরে ওই তেল ট্যাংকার আটক করেছে বলে জানিয়েছে। জাহাজটির ১৮ জন ক্রুদের সবাইকে আটকও করা হয়েছে। আটক ক্রুদের মধ্যে ইরান, শ্রীলঙ্কা এবং বাংলাদেশের ১৮ জন ক্রু সদস্য আছেন। দক্ষিণাঞ্চলীয় হরমোজগান প্রদেশের একজন কর্মকর্তার বরাত দিয়ে ফার্স সংবাদ সংস্থা জানিয়েছে, ‘ছয় মিলিয়ন লিটার নিষিদ্ধ ডিজেল জ্বালানি বহনকারী একটি তেল ট্যাংকার ওমান সাগরের উপকূলে আটক করা হয়েছে। নেভিগেশন সিস্টেম নষ্ট হয়ে যাওয়ায় সাগরে ভাসছিল জাহাজটি।’ ইরানি বাহিনী নিয়মিতভাবে উপসাগরে অবৈধভাবে জ্বালানি পরিবহনকারী জাহাজগুলো আটক করার ঘোষণা দেয়। বিশ্বের অন্য যেকোনো দেশের চেয়ে ইরানে গ্রাহক বা খুচরা পর্যায়ে জ্বালানি তেলের দাম সবচেয়ে কম। এই সুযোগে জ্বালানি তেল চুরি ও পাচারকারী বেশ কিছু অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক চক্র গড়ে উঠেছে দেশটিতে। এসব চক্র সস্তায় ইরানের তেল কিনে অবৈধভাবে বিশ্বের বিভিন্ন দেশে পাচার ও বিক্রি করে। এর আগে ইরান গত মাসে পারস্য উপসাগর থেকেও এমন একটি ট্যাংকার জাহাজ জব্দ করেছিল ইরানের কোস্টগার্ড বাহিনী। গত বুধবার ভেনেজুয়েলার উপকূল থেকে একটি তেলবাহী ট্যাংকার জাহাজ জব্দ করে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী। ওয়াশিংটনের মতে, জাহাজের ক্যাপ্টেন ভেনেজুয়েলা এবং ইরান থেকে তেল পরিবহন করছিলেন। ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস এবং হিজবুল্লাহর সঙ্গে সম্পর্কের অভিযোগে ২০২২ সালে ভেনেজুয়েলার উপর নিষেধাজ্ঞা আরোপ করে মার্কিন ট্রেজারি। সূত্র : আরব নিউজ।


এই বিভাগের আরো খবর