সর্বশেষ :
লক্ষ্ণীপুরে বিএনপি নেতার ঘরে তালা দিয়ে আগুন: ঘুমন্ত শিশু নিহত, দগ্ধ ৩ ধর্ম নিয়ে কটূক্তির ঘটনায় হত্যা করে লাশ পোড়ানো, গ্রেপ্তার ৭ নিথর দেহে দেশে ফিরলেন ছয় বাংলাদেশি শান্তিরক্ষী, রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় মানিক মিয়ায় ওসমান হাদির শেষ বিদায়, জানাজা ঘিরে কঠোর নিরাপত্তা ওসমান হাদির মৃত্যুতে পালিত হচ্ছে এক দিনের রাষ্ট্রীয় শোক অস্থির পরিস্থিতিতে শিল্পকলার সব আয়োজন বন্ধ ওসমান হাদির ময়নাতদন্ত সম্পন্ন, দুপুরে সংসদ ভবনে জানাজা লাঠি ভর দিয়ে চলা বৃদ্ধও আসামি:  মোরেলগঞ্জে হয়রানিমূলক মামলা  প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ  ও মানববন্ধন কুতুবদিয়ায় আলফা ইসলামি লাইফ ইন্স্যুরেন্সের মৃত্যুদাবি পরিশোধ বাগেরহাটে হাদির হত্যাকারীদের বিচারের দাবিতে  বিক্ষোভ
শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ০৬:০৪ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

এবার ভিলেনের চরিত্রে দেখা যাবে স্কারলেট জোহানসনকে

প্রতিনিধি: / ৬৪ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫

ডিজনির সাম্প্রতিক কয়েকটি লাইভ অ্যাকশন সিনেমা ‘লিটল মারমেইড’, ‘আলাদিন’, ‘বিউটি অ্যান্ড দ্য বিস্ট’ ও ‘লিলো অ্যান্ড স্টিচ’ বাণিজ্যিকভাবে দারুণ সাফল্য পেয়েছে। শুধু ‘লিলো অ্যান্ড স্টিচ’-ই ২০২৫ সালের সর্বাধিক আয় করা সিনেমা; যা এরই মধ্যে বিশ্বব্যাপী আয় করেছেন প্রায় ১.০৩ বিলিয়ন মার্কিন ডলার। এই সাফল্য ডিজনিকে তাদের পুরোনো ক্ল্যাসিকগুলো নতুনভাবে ফিরিয়ে আনার আত্মবিশ্বাস দিয়েছে। তারই ধারাবাহিকতায় ডিজনির জাদুকরি দুনিয়া আবারও ফিরছে ‘ট্যাঙ্গেলড’-এ। অ্যানিমেশনের পর এবার রাপুনজেল ও ফ্লিন রাইডারের গল্পে রূপালি পর্দায় আসছেন বাস্তব অভিনেতারা। বর্তমানে এই প্রকল্পে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন হলিউড তারকা অভিনেত্রী স্কারলেট জোহানসন। তিনি অভিনয় করতে পারেন ছবিটির অন্যতম একটি গুরুত্বপূর্ণ চরিত্র ‘মাদার গথেল’ হিসেবে। যিনি রাপুনজেলের জীবনের নিয়ন্ত্রক ও এক অর্থে বন্দিদাতা। তবে লাইভ অ্যাকশন সিনেমা হিসেবে ‘ট্যাঙ্গেলড’-এর যাত্রা এত সহজ ছিল না। চলতি বছরের শুরুতে খবর ছড়িয়েছিল, সৃষ্টিশীল মতভেদ ও আর্থিক অনিশ্চয়তার কারণে প্রকল্পটি অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়। কারণ, র্যা চেল জেগলার ও গাল গ্যাডট অভিনীত ‘স্নো হোয়াইট’-এর হতাশাজনক বঙ্ অফিস ফল ডিজনির লাইভ অ্যাকশন কৌশল নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছিলেন। কিন্তু এখন পরিস্থিতি বদলেছে। সাম্প্রতিক প্রতিবেদনে ডেডলাইন ও ভ্যারাইটি জানিয়েছে, সব জটিলতা কাটিয়ে আবারও নতুন উদ্যমে শুরু হয়েছে ‘ট্যাঙ্গেলড’-এর উন্নয়ন কাজ। ‘ট্যাঙ্গেলড’ পরিচালনা করবেন মাইকেল গ্রেসি, যিনি এর আগে হিউ জ্যাকম্যানকে নিয়ে ‘দ্য গ্রেটেস্ট শোম্যান’-এর মাধ্যমে চমৎকার সাড়া ফেলেছিলেন। চিত্রনাট্য লিখছেন জেনিফার কাইটিন রবিনসন, যার আগের কাজ ‘থর: লাভ অ্যান্ড থান্ডার’-এ তিনি মার্ভেল ভক্তদের নজর কেড়েছিলেন। এমন টিম থাকায় সিনেমাটি নিয়ে প্রত্যাশা আকাশছোঁয়া। ‘ট্যাঙ্গেলড’-এর মূল গল্প জার্মান লেখক ব্রাদার্স গ্রিমের রূপকথা থেকে অনুপ্রাণিত। এক রাজকন্যা, যার জাদুকরি চুলে রয়েছে অমরত্বের শক্তি। মাদার গথেল সেই শক্তি নিজের জন্য ধরে রাখতে রাপুনজেলকে টাওয়ারে বন্দি করে রাখেন। কিন্তু একদিন এক চোরের হাত ধরে রাপুনজেল বেরিয়ে পড়ে বাইরের জগৎ আবিষ্কারের অভিযানে। এই গল্প শুধু মুক্তির প্রতীক নয়; বরং আত্ম-আবিষ্কার, সাহস আর ভালোবাসারও এক চিরন্তন যাত্রা। নতুন সংস্করণে গল্পের গভীরতা ও ভিজ্যুয়াল অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করতে চাইছে ডিজনি। আধুনিক প্রযুক্তির ব্যবহার, বাস্তব লাইটিং এবং চরিত্রের আবেগকে কেন্দ্র করে তৈরি করা হবে এই সিনেমা। বিশেষ করে, জোহানসনের মতো অভিনেত্রীর উপস্থিতি এতে বাড়িয়ে দেবে নাটকীয় তীব্রতা।


এই বিভাগের আরো খবর