সর্বশেষ :
ইসরাইলকে হামাস আরও তিন জিম্মির মরদেহ ফেরত দিল সীমান্তে ভারী অস্ত্র ও মাইন অপসারণ শুরু করেছে থাইল্যান্ড-কম্বোডিয়া বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষে কমপক্ষে ভারতে ২০ জন নিহত তেহরানের খেলনা জাদুঘর : শৈশব স্মৃতির জীবন্ত ভুবন নাইজেরিয়ার নোবেল বিজয়ী ওলে সোয়িঙ্কার মার্কিন ভিসা বাতিল জার্মানির ব্রেমেন বিমানবন্দর এলাকায় অজ্ঞাত ড্রোন: ফ্লাইট বন্ধ আফগানিস্তানে ৬.৩ মাত্রার ভূমিকম্পের আঘাত কক্সবাজারের গহীন পাহাড়ে পাচারকারীদের ‘গোপন বন্দিশালা’,টেকনাফে নারী-শিশুসহ ২৫ জন উদ্ধার সরকারি নয়, বেসরকারি প্রাথমিক শিক্ষার্থীরাও দিতে পারবে বৃত্তি পরীক্ষা মালিবাগে তরুণীর বস্তাবন্দি লাশ উদ্ধার, পলাতক স্বামী
বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ০৯:২৯ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

যারা এবার আইপিএলের উদ্বোধনে মঞ্চ মাতাবেন

প্রতিনিধি: / ২৫১ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ২২ মার্চ, ২০২৪

বিনোদন: বিশ্ব ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় আসর আইপিএল। ২০০৮ সালে শুরু হয়েছিল টি-টোয়েন্টি ক্রিকেটের এই গ্র্যান্ড সফর। ক্রিকেটপ্রেমীদের কাছে আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠান ঘিরে বরাবরই বাড়তি আকর্ষণ থাকে। এ বছরও আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠান ঘিরে আগ্রহের শেষ নেই সবার। জানা যাচ্ছে, এবারও আইপিএলের সূচনালগ্নে হাজির থাকবেন বলিউডের মহারথীরা। শুক্রবারের উদ্বোধনী অনুষ্ঠানে দেখা মিলবে বলিউডের অক্ষয় কুমার ও টাইগার শ্রফের। এর পাশাপাশি থাকবেন এ আর রহমান, সোনু নিগমের মতো গায়ক। নাচে-গানে জমবে এবারের আসর। এ বছরের অনুষ্ঠানের নাম রাখা হয়েছে ‘রাইজ এজ ওয়ান’ অর্থাৎ একসঙ্গে মিলে উত্থান। সব মিলিয়ে এক ঘণ্টার অনুষ্ঠানটি সন্ধ্যা ৬টা ৩০ মিনিট থেকে শুরু হবে। বিনোদন ছাড়াও ক্রীড়া ও রাজনৈতিক অঙ্গনের সব মহারথীরা হাজির থাকবেন উদ্বোধনী অনুষ্ঠানে। মুক্তির অপেক্ষায় অক্ষয়-টাইগার জুটির ‘বাড়ে মিয়া ছোটে মিয়া’। আর সিনেমাটির প্রচারণার লক্ষ্যেই আইপিএলের মাঠে ছুটে যাবেন অক্ষয়-টাইগার। এরপর গানে গানে স্টেডিয়ামের দর্শক-শ্রোতা মাতাবেন সংগীতের মহারথী এ আর রহমান ও সনু নিগম। উদ্বোধনী অনুষ্ঠান শেষ হলেই টসের জন্য মাঠে নামবেন দুই অধিনায়ক। প্রথম ম্যাচ শুরু হবে রাত ৮টায়। আইপিএলের বাকি ম্যাচগুলো শুরু হবে যথাক্রমে দুপুর ৩টা ৩০ মিনিটে এবং সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে।

 

 


এই বিভাগের আরো খবর