সর্বশেষ :
অক্টোবরে সড়কে ৪২৩ প্রাণহানি, বিআরটিএর পরিসংখ্যানে বেড়েছে উদ্বেগ ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ভোট দেবেন প্রায় ১২ কোটি ৭৭ লাখ নাগরিক রাজধানীতে প্রতি মাসে গড়ে ২০ হত্যা: ডিএমপি বাংলাদেশে শ্রম আইন সংশোধনে গেজেট জারি, ট্রেড ইউনিয়নে নতুন বিধান সংকটে থাকা ৫ ব্যাংক একীভূতকরণ নিয়ে আইনি চ্যালেঞ্জ, হাইকোর্টে রিট শেখ হাসিনার বিরুদ্ধে আদালতের রায়কে স্বাগত জানিয়ে পাইকগাছায় বিএনপির মিছিল ও মোটরসাইকেল শোভাযাত্রা  শেখ হাসিনার ফাঁসির রায়ে বাগেরহাটে মিস্টি বিতরণ বিমান প্রতিরক্ষা সহায়তা চাইতে ফ্রান্সে জেলেনস্কি চীনের এক বক্তব্যে জাপানের পর্যটন খাতে শেয়ারে দরপতন ইন্দোনেশিয়ায় ভূমিধসে নিহত কমপক্ষে ১৮, নিখোঁজ অনেক
বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ০৭:৩১ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

আফগানিস্তানে ৬.৩ মাত্রার ভূমিকম্পের আঘাত

প্রতিনিধি: / ২০ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫

বিদেশ : আফগানিস্তানের উত্তরাঞ্চলে গতকাল সোমবার ভোরে ৬ দশমিক ৩ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। দেশটিতে কয়েক মাস আগে আরেকটি মারাত্মক ভূমিকম্প আঘাত হেনেছিল। যার ফলে, মানবিক সংকট আরও বেড়েছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা এ তথ্য জানিয়েছে। খবর বার্তা সংস্থা এএফপি’র। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল মাজার-ই-শরিফ শহরের কাছে। আজ ভোরের দিকে ২৮ কিলোমিটার (১৭ মাইল) গভীরতায় আঘাত হানে। ভূমিকম্পের পর প্রথম কয়েক ঘণ্টায় তাৎক্ষণিকভাবে কোনো প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। দুর্বল যোগাযোগ ব্যবস্থা এবং অবকাঠামো অতীতে পার্বত্য দেশটিতে দুর্যোগ মোকাবেলায় বাধাগ্রস্ত হয়েছে। যার ফলে কর্তৃপক্ষ দূরবর্তী গ্রামে পৌঁছাতে পারেনি ঘন্টার পর ঘন্টা এমনকি কয়েকদিন ধরে ক্ষতির পরিমাণ নির্ধারণ করতে। ভূমিকম্পের ফলে আফগানিস্তানের উত্তরাঞ্চলের অন্যতম বৃহত্তম শহর মাজার-ই-শরীফের বাসিন্দারা তাদের ঘরবাড়ি ধসে পড়ার আশঙ্কায় রাস্তায় ছুটে আসে। একই সময়ে, রাজধানী কাবুলে প্রায় ৪২০ কিলোমিটার দক্ষিণেও কম্পন অনুভূত হয়েছে। এক এএফপি সংবাদদাতা এ তথ্য জানিয়েছে। ভূমিকম্পটি তালেবান সরকারের জন্য সর্বশেষ প্রাকৃতিক দুর্যোগ, যা ২০২১ সালে দেশটির ক্ষমতা গ্রহণের পর থেকে তিনটি বড় মারাত্মক ভূমিকম্পের মুখোমুখি হয়েছে। এমনকি দেশটির অর্থনীতির মেরুদণ্ড গঠনকারী বিদেশী সাহায্য নাটকীয়ভাবে হ্রাস পেয়েছে। গত আগস্ট মাসে দেশটির পূর্বাঞ্চলে একটি ৬.০ মাত্রার একটি ভূমিকম্পে পাহাড়ের পাদদেশের গ্রামগুলো ধ্বংস হয়ে যায় এবং ২ হাজার ২শ জনেরও বেশি মানুষ নিহত হয়।


এই বিভাগের আরো খবর