সর্বশেষ :
ইসরাইলকে হামাস আরও তিন জিম্মির মরদেহ ফেরত দিল সীমান্তে ভারী অস্ত্র ও মাইন অপসারণ শুরু করেছে থাইল্যান্ড-কম্বোডিয়া বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষে কমপক্ষে ভারতে ২০ জন নিহত তেহরানের খেলনা জাদুঘর : শৈশব স্মৃতির জীবন্ত ভুবন নাইজেরিয়ার নোবেল বিজয়ী ওলে সোয়িঙ্কার মার্কিন ভিসা বাতিল জার্মানির ব্রেমেন বিমানবন্দর এলাকায় অজ্ঞাত ড্রোন: ফ্লাইট বন্ধ আফগানিস্তানে ৬.৩ মাত্রার ভূমিকম্পের আঘাত কক্সবাজারের গহীন পাহাড়ে পাচারকারীদের ‘গোপন বন্দিশালা’,টেকনাফে নারী-শিশুসহ ২৫ জন উদ্ধার সরকারি নয়, বেসরকারি প্রাথমিক শিক্ষার্থীরাও দিতে পারবে বৃত্তি পরীক্ষা মালিবাগে তরুণীর বস্তাবন্দি লাশ উদ্ধার, পলাতক স্বামী
মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫, ১১:০৯ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

জার্মানির ব্রেমেন বিমানবন্দর এলাকায় অজ্ঞাত ড্রোন: ফ্লাইট বন্ধ

প্রতিনিধি: / ৫ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫

বিদেশ : জার্মানির ব্রেমেন বিমানবন্দর এলাকায় অজ্ঞাত ড্রোন দেখা যাওয়ায় গত রোববার কিছু সময়ের জন্য ফ্লাইট চলাচল বন্ধ রাখা হয়। সামপ্রতিক সময়ে দেশটিতে এধরনের ঘটনা বেড়েছে। ফ্রাঙ্কফুর্ট থেকে এএফপি এ খবর জানিয়েছে। পুলিশ জানায়, স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিমানবন্দরের কাছাকাছি এলাকার আকাশে ওই ড্রোনটি দেখা যায়। এতে বিমান চলাচল প্রায় এক ঘণ্টা বন্ধ রাখা হয়। তবে ড্রোনটির পরিচালনাকারীর সন্ধান পাওয়া পায়নি পুলিশ। এএফপি আরও জানিয়েছে, এবার কয়টি ফ্লাইটের যাত্রীরা ক্ষতিগ্রস্ত হয়েছেন তা নিশ্চিতভাবে জানা যায়নি। কারণ, তাৎক্ষণিকভাবে ব্রেমেন বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। সামপ্রতিক সপ্তাহগুলোতে জার্মানির বিভিন্ন বিমানবন্দরের আশপাশে অজ্ঞাত ড্রোন দেখা যাওয়ায় একের পর এক ফ্লাইট বিলম্বিত হচ্ছে। এর আগে গত শুক্রবার বার্লিনের ব্রান্ডেনবার্গ বিমানবন্দরে একই কারণে প্রায় দুই ঘণ্টা ফ্লাইট চলাচল বন্ধ রাখা হয়। অক্টোবরে মাসের শুরুতে মিউনিখ বিমানবন্দরেও দুদিনের ব্যবধানে দুবার ফ্লাইট চলাচল স্থগিত করা হয়। জার্মান কর্তৃপক্ষ বারবার সতর্ক করে বলছে, বিমানবন্দর ও সামরিক স্থাপনার ওপর অজ্ঞাত ড্রোন উড্ডয়নের ঘটনা নিরাপত্তার জন্য হুমকি হয়ে উঠছে। রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধরত ইউক্রেনের অন্যতম বড় সমর্থক বার্লিন। তাই, কিছু ক্ষেত্রে এসব ঘটনার পেছনে মস্কো জড়িত থাকতে পারে ইতোমধ্যেই ইঙ্গিত দিয়েছে তারা। তবে রাশিয়া সেই অভিযোগ প্রত্যাখান করেছে। এছাড়াও নরওয়ে ও বেলজিয়ামসহ ইউরোপীয় ইউনিয়নের আরও কয়েকটি সদস্য দেশের সামরিক ঘাঁটি, শিল্প এলাকা ও গুরুত্বপূর্ণ স্থাপনার ওপর ড্রোন দেখা গেছে।


এই বিভাগের আরো খবর